Birth Rate:সন্তানের জন্ম হতেই দম্পতিকে আর্থিক সহায়তা দিচ্ছে এই দেশটির সরকার! শুরু সরকারি প্রকল্প

চিনের অন্যতম প্রতিবােশী দেশ জাপান। একদিকে চিন যখন জনসংখ্যা নিয়ে বিব্রত, তখন জাপানেও দেখা গেল জন্মহার ঘিরে উদ্বেগের কালো ছায়া। সদ্য জাপান সরকারের স্বাস্থ্য, শ্রম, সমাজ কল্যাণ দফতর সেদেশে জন্মহার বৃদ্ধির উদ্যোগকে উৎসাহ দিতে এক নয়া পদক্ষেপ করেছে। সেদেশে যে সমস্ত দম্পতিরা সন্তানের জন্ম দিচ্ছেন, তাঁদের বিশেষ প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে অর্থকড়ি।

শিশুর জন্ম ও শিশু কল্যাণকে কেন্দ্র করে এক বিশাল অঙ্কের টাকা জাপান সরকার দিচ্ছে সদ্য বাবা মা হয়ে ওঠা দম্পতিদের। জাপানের মুদ্রায় ৪২ ০,০০০ ইয়েন অর্থ পাচ্ছেন ওই দম্পতিরা। জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনবু কাতো বলছেন, এই প্রকল্পের আওতায় প্রদেয় অর্থের পরিমাণ ৫০০,০০০ ইয়েন করার চেষ্টা করছেন তাঁরা। 

গত সপ্তাহেই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কাতসুনবু কাতোর কথা হয়েছে বলে জানা গিয়েছে। আর সেখানেই বিষয়টি স্থির করার দিকে আলোচনা হয়েছে। মনে করা হচ্ছে এই পদক্ষেপ ২০২৩ সালে আসন্ন জাপানে। 

উল্লেখ্য, সন্তান হলে আর্থিক সহায়তা পাবেন দম্পতিরা, এমন ঘোষণার নেপথ্যে রয়েছে এক বড় কারণ। জাপানে ‘চাইল্ড বার্থ অ্যান্ড চাইল্ড কেয়ার’ সম্পর্কিত ঘোষণার কারণ হিসাবে উঠে আসছে সেদেশে জীবনধারণের খরচের বিষয়টি। জাপানে জীবনধারণের খরচ অনেকটাই বেশি হওয়ায় দম্পতিরা চাইছেন না সন্তানের জন্ম দিতে। উল্লেখ্য, জানা যাচ্ছে, জাপানে সন্তানদের জন্মদানের ডেলিভারির খরচ হল ৪৭৩,০০০ ইয়েন। দেখা যাচ্ছে , জাপানের সরকার প্রকল্পের টাকা যদি বাড়িয়েও দেয়, তাহলেও তা দেওয়ার পরও হাসপাতালে সন্তানের জন্মের জন্য যে খরচ হচ্ছে, তারপর দম্পতিদের হাতে আর ৩০ হাজার ইয়েন পড়ে থাকছে। যা নিয়ে আগামী দিনে ওই সন্তানকে পালন করা একটি বড়সড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।