ক্ষতিপূরণের টাকায় নির্মাণ করা বসতঘর পুড়ে ছাই

সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকায় বসতঘর নির্মাণ করেছিলেন দিনমজুর আব্দুল হাই। কিন্তু নির্মাণের এক মাস না পেরোতেই পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ডের হোগলাডাঙ্গি সদরদী গ্রামে মো. আব্দুল হাইয়ের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, পদ্মা সেতু রেল লিংক প্রজেক্টের আওতায় ক্ষতিপূরণ বাবদ ৩ লাখ টাকা পান দিনমজুর আব্দুল হাই। এই অর্থ দিয়ে তিনি ঘরটি নির্মাণ করেন এক মাস আগে। দুপুরে ঘরটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পরে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।