চার শিশু-বন্ধুর সঙ্গে কিংবদন্তির দেখা

মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরতে এসেছিলো চার শিশু-বন্ধু। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে যায় কিংবদন্তি কণ্ঠযোদ্ধা শাহীন সামাদের সঙ্গে। 

এমনই এক ব্যতিক্রম আড্ডার আয়োজন দেখা যাবে দুরন্ত টিভির পর্দায়, ১৬ ডিসেম্বর। জানান পরিচালক আফ্রিনা বুলবুল।

যে আড্ডার মাধ্যমে শাহীন সামাদ শিশু-বন্ধুদের জানাবেন ১৯৭১ সালে ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’ নামক সংগঠনটির গড়ে ওঠার ইতিহাস। জানাবেন কীভাবে একঝাঁক তরুণ সংগ্রামী তাদের মুক্তির গানের মাধ্যমে এদেশের স্বাধীনতাকামী মানুষদের আশা জাগিয়েছে। 

দুরন্ত টিভির বিজয় দিবসের এই বিশেষ অনুষ্ঠানের নাম ‘আমাদের মুক্তির গান’। প্রচার হবে বিজয়ের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

এছাড়াও বিজয়ের মাসে দুরন্ততে থাকছে ‘মুক্তিযুদ্ধের কথা’, ‘প্রিয় বাংলাদেশ’, ‘মুক্তি’, ‘আমরা তোমাদের ভুলবো না’, ‘বিজয়ের গল্প’ ও ‘জয় বাংলা’ শিরোনামে নানা আয়োজন।