Jobs in US and Green card for Indians: আরও বেশি চাকরি আমেরিকায়, সহজে মিলবে গ্রিন কার্ড – ‘ঈগল’-এ লাভ হতে পারে ভারতীয়দের

আরও বেশি ভারতীয় চাকরি পেতে পারেন আমেরিকায়। সহজেই মিলতে পারে গ্রিন কার্ড। নেপথ্যে আছে একটি নয়া বিল। যা মার্কিন কংগ্রেসে পেশ করার ক্ষেত্রে হোয়াইট হাউস সায় দিয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, ওই ‘ঈগল’ বিল (EAGLE) যদি আইনে পরিণত হয়, তাহলে ভারতীয়রা ব্যাপক লাভবান হবেন।

কী বলা আছে ‘ঈগল’ বিলে?

আমেরিকার নাগরিকত্ব বা গ্রিন কার্ড প্রদানের ক্ষেত্রে দেশভিত্তিক যে কোটা বা সর্বোচ্চসীমা আছে, তা তুলে দেওয়ার প্রস্তাবনা আছে ‘ঈগল’ বিলে। তার ফলে আমেরিকায় বিভিন্ন সংস্থাগুলি যোগ্যতা বা মেধার ভিত্তিতে কর্মীদের নিয়োগ করতে পারবে। কোথায় জন্মগ্রহণ করেছেন, সেটা গুরুত্ব পাবে না। তার ফলে ভারতীয়রা লাভবান হতে পারেন বলে সংশ্লিষ্ট মহলের মত। 

আরও পড়ুন: UAE Visa Restriction: পাসপোর্টে শুধু নাম? এই দেশে তাহলে আর ঘুরতে যাওয়া হচ্ছে না আপনার

এমনিতে প্রতি বছর কর্মসূত্রে বিদেশ থেকে আসা লোকজনের ক্ষেত্রে ১৪০,০০০ গ্রিন কার্ড প্রদান করে আমেরিকা। কিন্তু বছরে সর্বোচ্চ সাত শতাংশ গ্রিন কার্ড পেতে পারেন কোন একটি দেশের নাগরিকরা। যদি কোনও দেশ থেকে সাত শতাংশের বেশি গ্রিন কার্ডের আবেদন জমা পড়ে, তাহলে তা বিবেচনা করা হয়। জমতে থাকে আবেদনের বোঝা। সেই দেশভিত্তিক সর্বোচ্চসীমার ফলে মূলত ভারত এবং চিনের মতো দেশের নাগরিকরা সমস্যা পড়েন। যে দুই দেশের নাগরিকরা চাকরির জন্য আমেরিকায় আসতে চান।

আরও পড়ুন: US Visa update- করোনার পর তুঙ্গে মার্কিন ভিসার চাহিদা, পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরও ৯ মাস

সেই পরিস্থিতিতে নয়া বিলের ফলে অভিবাসীরা অত্যন্ত লাভবান হবেন বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ওই বিলে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যাঁরা ভিসার ফাঁসে দু’বছর ধরে ঝুলে আছেন, তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, অভিবাসীদের ভিসা প্রক্রিয়া আরও উন্নত করতে লাগাতার চেষ্টা চালিয়ে যাবে প্রশাসন। সেইসঙ্গে যে অভিবাসীদের ভিসার বোঝা চেপে যাচ্ছে, তাঁদের রেহাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে।