TET: টেটের ওই প্রশ্নটা কি লিখেছেন? ছাঁকা নম্বর পাবেন কি না জানালেন পর্ষদ সভাপতি

দীর্ঘ পাঁচ বছর পরে টেট হয়েছে বাংলায়। একেবারে নজিরবিহীন কড়াকড়িতে। এদিকে সেই টেটের একটি প্রশ্নে বিভ্রান্তি ছিল বলে দাবি করেছিলেন এক পরীক্ষার্থী। মুর্শিদাবাদের কান্দির এক পরীক্ষার্থী এনিয়ে অভিযোগ তুলেছিলেন। ঠিক কী অভিযোগ তুলেছিলেন ওই পরিক্ষার্থী?

তিনি একেবারে প্রশ্নপত্র দেখিয়ে উল্লেখ করেছিলেন, প্রশ্নের চারটি অপশনের মধ্য়ে ABCD এর বদলে রয়েছে AACC। এদিকে এখানে সঠিক উত্তর কোনটি হবে তা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলেন পরীক্ষার্থী। কারণ একই অপশন দেওয়া রয়েছে দুটি ক্ষেত্রে। 04D সিরিজের প্রশ্নে ১০৪ নম্বর প্রশ্নপত্রকে ঘিরেই বিভ্রান্তিটা ছড়িয়েছিল। এবার এই প্রশ্ন নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ?

সংবাদমাধ্যমের পক্ষ থেকে এনিয়ে পর্ষদ সভাপতি গৌতম পালকে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটি সেটে ১০৪ নম্বরের যে প্রশ্ন তার বিষয়বস্তুতে কোনও ভুল নেই। ইংরেজিতে প্রশ্ন ও অপশন দুইই ঠিক আছে। বাংলাতেও প্রশ্ন ঠিকই আছে। তবে উত্তরের জন্য় যে চারটি অপশন এ,বি, সি, ডি থাকে সেটি এ, সি, এ, সি রয়েছে। আমরা এই প্রশ্নের ব্য়াপারে যেসব পরীক্ষার্থী 04D সিরিজ পেয়েছেন তাঁরা যাতে বঞ্চিত না হন সেব্যাপারে পর্ষদ যথাযথ সিদ্ধান্ত নেবে।

কার্যত পর্যদের পক্ষ থেকে যাবতীয় বিভ্রান্তি দূর করে এনিয়ে গোটা বিষয়টি খোলসা করে বলা হয়েছে। ওই প্রশ্নে অ্যাড হক কমিটি সিদ্ধান্ত নিলে প্রত্যেকে নম্বর পাবেন। ইঙ্গিত দিয়েছেন পর্ষদ সভাপতি। কার্যত প্রশ্নপত্রে অপশনের ক্ষেত্রে ভুলের কথা মেনে নিয়েছেন তিনি।

সেক্ষেত্রে মোটামুটি এটা পরিষ্কার ওই প্রশ্নে কেউ করে থাকলে তিনি ছাঁকা নম্বর পেতে পারেন।