Noida Dog Issue: জনবহুল স্থানে কুকুরকে শিকল-বদ্ধ রাখার বার্তা নয়া বিধিতে! নয়ডায় পোষ্যকে ঘিরে কোন কোন নিয়ম লাগু?

বিনোদ রাজপুত

নয়ডায় পথচলতি কুকুর ও পোষ্য কুকুরদের ঘিরে বেশ কিছু বিধি পালনের নির্দেশ দিল নয়ডা অথরিটি। এলাকায় কুকুরদের ঘিরে বিধি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অথরিটি। সেখানে ওনার্স অ্যাসোসিয়েশন, রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। নয়ডা অথরিটি জানিয়েছে, কোনও চেইন ছাড়া পাবলিক প্লেসে পোষ্য কুকুুরকে নিয়ে যাওয়া যাবে না।

নয়ডা অথরিটির তরফে বলা হয়েছে, ১২ ডিসেম্বর থেকেই এই নয়া বিধি লাগু হয়েছে নয়ডায়। এর আগেও নয়ডা অথরিটি কুকুরদের নিয়ে বেশ কয়েকটি বিধি লাগু করে। সোমবারের বৈঠকে স্থির হয়েছে, সেই বিধি না মানলে নেওয়া হবে আইনি পদক্ষেপ। এছাড়াও একাধিক নিয়মের কথা বলা হয়েছে নয়ডা অথরিটির তরফে।

কোন কোন বিধির কথা বলা হয়েছে?

নয়ডার পোষ্যের অভিভাবকদের উদ্দেশে বিধিতে বলা হয়েছে, লিফ্টে ওঠার সময় তাঁরা যেন সতর্কতা অবলম্বন করেন। কুকুরের মুখে ‘মাজল (ছোট খাঁচা জাতীয়, শুধু মুখ আটকানোর জন্য)’ থাকা আবশ্যিক। এছাড়াও বলা হয়েছে, পোষ্য কুকুর যদি পাবলিক প্লেসে কুকুর মল মূত্র ত্যাগ করে, তাহলে সেই জায়গাটি পরিষ্কার করতে হবে তার অভিভাবককেই। বিধি পালন না করলে প্রছমে ১০০ টাকার জরিমানা, পরে ২০০ টাকার, তারপর ৫০০ টাকার জরিমানা হতে পারে। কুকুরকে পাবলিক প্লেসে নিয়ে গেলে তাকে চেন দিয়ে বেঁধে রাখতে হবে।

এছাড়াও বলা হয়েছে নয়ডায় যাতে একটি কুুকুরের আশ্রয়স্থল তৈরি করা হয়। পথ কুকুরদের রাখার জন্য ডগ শেল্টারের প্রয়োজন। এছাড়াও রাস্তায় কুকুরদের খাওয়ানোর জন্য একটি করে নির্দিষ্ট ফিডিং পয়েন্ট থাকবে। সেখানেই একমাত্র কুকুরদের খাওয়ানো যাবে। এই ফিডিং পয়েন্ট বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে।