Viral Video of Bicycle-Plane: সাইকেলে প্যাডেল মারতেই উড়ছে বিমান! বাড়িতে প্লেন বানিয়ে চমকে দিলেন ব্যক্তি

বাজার যাবেন? কেমন হয় যদি প্লেন উড়িয়ে যেতে পারেন? কিংবা অফিস যেতে দেরি হয়ে গেল? আর বাসে-ট্রেনে যেতে চাইছেন না? বাড়ি থেকে সোজা রওনা হলেন প্লেনে?

এমন জীবন হলে কেমন হত? সেই স্বপ্নই দেখিয়েছেন এক যুবক। আর তার জন্য তিনি সাহায্য নিয়েছেন সাইকেলের। কীভাবে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বানিয়ে ফেলেছেন নিজের জন্য বিমান। তাও কোনও জ্বালানি নয়, কোনও বিরাট যন্ত্রপাতি নয়— ভিতরে শুধু একটি সাইকেল।

যিনি এই বিশেষ বিমানটি বানিয়েছেন, তিনি প্রথমে ছোট্ট একটি ঘর বানিয়েছেন, তার ভিতরে রয়েছে সাইকেলটি। আর ঘরটির দু’পাশে বিমানের ডানা আর ফ্যান লাগানো। ঘরের ভিতরে বসে তেড়ে প্যাডেল করছেন ব্যক্তি। আর তাতেই উড়ছে বিমান।

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিরাট ভাইরাল হয়ে গিয়েছে। বহু মানুষ দেখে বলেছেন, এমন জ্বালানি বিহীন বিমান তাঁরা ভাবতেও পারেন না।

তবে সকলে যে প্রশংসা করেছেন, তাও নয়। কেউ কেউ বলেছেন, সাইকেল ব্যবহার করে এভাবে বিমান ওড়ানোর মধ্যে বাহাদুরি কিছু নেই। কারণ সাইকেল চালানো থামিয়ে দিলে বিমান সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়বে মাটিতে। আর সেটি যে কোনও ধরনের বিপদ ঘটিয়ে দিতে পারে।

তবে এর বাইরে আরও মজার কিছু মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। একজন বলেছেন, রাইট ভাইরা যখন বিমান আবিষ্কার করেসছিলেন, তখন এই পদ্ধতি আবিষ্কার করতে পারলে, নিশ্চয়ই আজ বিমানের চেহারা অন্য রকম হত। ভিতরে বসে নিশ্চয়ই অনেকে একসঙ্গে সাইকেলে প্যাডেল করতেন আর তাতেই উড়ত বিমান।