পরীক্ষায় বসব না, পাশ করিয়ে দিন! নামী স্কুলের ছাত্রীদের আবদারে হতবাক শিলিগুড়ি

শিলিগুড়ির অন্য়তম নামী স্কুল শিলিগুড়ি গার্লস হাইস্কুল। সেই স্কুলের সামনেই সোমবার ধর্নায় বসেছিলেন ছাত্রীদের একাংশ। তাদের দাবি, টেস্টে পাশ করতে পারেননি তারা। তাদের পাশ করাতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট মিলিয়ে ১৫০জন ফেল করেছে বলে খবর। এদিকে সোমবার স্কুল কর্তৃপক্ষ তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল ২৫এর মধ্য়ে ৮ পেলেও পাশ করানো হবে। কিন্তু তারপরেও ৩০জন পরীক্ষায় বসতে চায়নি। তাদের দাবি স্কুলে কিচ্ছু পড়ানো হয়নি। সেকারনে তাদের পাশ করাতে হবে। এই ঘটনায় হতবাক শহর শিলিগুড়ি। এরপরই কার্যত কঠোর সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ির ওই নামী স্কুল।

স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের ভবিষ্যতের কথা ভেবে কোনওভাবেই বিক্ষোভকারী ছাত্রীদের আবদার মেনে নেওয়া যাবে না। কারণ এভাবে ওদের পাশ করিয়ে দিলে আগামী দিনে এটাই ট্রেন্ড হয়ে যাবে। এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না।

এদিকে স্কুলের পরিচালন সমিতির সভাপতি হলেন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর উপস্থিতিতে বৈঠকও হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচি সংবাদমাধ্যমকে সোমবারই জানিয়েছেন, পরীক্ষায় বসার সুযোগ নেয়নি ৩০জন ছাত্রী। স্কুলের ভবিষ্যতের কথা ভেবে কোনও অবস্থাতেই তাদের আবদার মেনে নেওয়া যাবে না।

এদিকে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শহরে জোর চর্চা শুরু হয়েছে। শিক্ষিকাদের একাংশের দাবি, ছাত্রীদের একাংশ মোবাইলে বুঁদ হয়ে থাকছে। কোনওভাবেই পড়তে চাইছে না। অভিভাবকদেরও তারা বিভ্রান্ত করছে। অন্য়দিকে অভিভাবকদেরও এনিয়ে কোনও হুঁশ নেই। দ্বিতীয়বার পরীক্ষা না দিয়ে এভাবে প্রকাশ্যে ধর্নায় বসার জেরে অন্য়রকম বার্তা যাচ্ছে।