শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু, দায় কার? CBI তদন্ত চাইছে BJP

শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩জনের। জখম ৮জন। কম্বল নিতে এসে প্রাণ চলে গেল তিনজনের। শীত থেতে বাঁচতে কম্বল নিতে এসেছিলেন তাঁরা। সেখানেই মর্মান্তিক মৃত্যু। এদিকে এই ঘটনায় দায় কার তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, পুলিশ ও তৃণমূল ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ১২, ১৪ ও ২১ তারিখের কথা আগাম ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১২ তারিখ বগটুইকাণ্ডে লালন শেখের মৃত্যু হয়েছে। ১৪ তারিখে শুভেন্দুর অনুষ্ঠান পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। সবটাই কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র?

বিজেপি নেতা রাহুল সিনহা সংবাদমাধ্যমে জানিয়েছেন, পুরোটা ষড়যন্ত্র। পুলিশ আর তৃণমূলের ষড়যন্ত্র। ওইসব তারিখগুলোকে সামনে এনে এই ঘটনা ঘটিয়ে দেওয়া হল। ধর্মীয় অনুষ্ঠানে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।

এই অভিযোগ মানতে চায়নি তৃণমূল। পালটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।

তবে সূত্রের খবর, পুলিশ এই শিবচর্চার অনুষ্ঠানের অনুমতি দেয়নি। কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ কেন আগাম ব্যবস্থা নেয়নি, পুলিশ কেন ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়নি সেই প্রশ্নও উঠছে।

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, আমাদের পরিবারের লোক চলে গেলেন। আমরা ব্যাথা পাচ্ছি। আমরা প্রশাসনকে আগাম জানিয়েছিলাম। মেগা ক্যাম্প হবে বলে জানিয়েছিলাম। তবে এটা নিয়ে রাজনীতি করবেন না। আমি ভারাক্রান্ত। পুলিশকে ১৫দিন আগে জানিয়েছিলাম। আমি দোষারোপের খেলায় যেতে চাই না। তবে পুলিশ তো বাধাও দেয়নি।