Controversy: ‘সমলিঙ্গ’, ‘হস্তমৈথুন’ প্রসঙ্গ তুলে পাঠ্যক্রমে ‘সেক্স এডুকেশন’ নিয়ে বিতর্কিত মন্তব্য IUML নেতার

কেরলের মুসলিম লিগ নেতা ও প্রাক্তন বিধায়ক আবদুল করিম রন্দাথনি এবার তাঁর মন্তব্যের জেরে নতুন বিতর্কে জড়ালেন। নতুন পাঠ্যক্রম ও কো-এড স্কুলে বালক ও বালিকাদের একসঙ্গে পঠন পাঠন ঘিরে প্রশ্ন তুলেছেন তিনি। কেরলের কুন্নুরে একটি জনসভা থেকে তিনি প্রশ্ন তোলেন সেক্স এডুকেশন নিয়ে।

কুন্নুরের সভা থেকে আবদুল করিম রন্দাথনি বলেন,’ সেক্সুয়াল এডুকেশনের নামে সরকার সমলিঙ্গ ও হস্তমৈথুনের মতো বিকৃত মানসিকতাকে উৎসাহ দিচ্ছে।’ এর সঙ্গে সঙ্গেই তিনি বলেন, ‘সরকারের দাবি একটি বালক ও বালিকাকে যদি একসঙ্গে বসানো হয়, তাহলে তা বড়সড় পরিবর্তন আনবে শিক্ষা ক্ষেত্রে। কিন্তু সেক্স এডুকেশনের নামে শিশুদের সমলিঙ্গ ও হস্তমৈথুনের বিষয়ে শেখানো হচ্ছে। এটা অরাজকতা সৃষ্টি করবে।’ তাঁর বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠতেই আবদুল করিম রন্দাথনি বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি, সরকারের আনা নতুন শিক্ষানীতির বিরোধিতা করছিলেন। সরকারের তৈরি পাঠ্যক্রমকে ‘ভ্রান্তিমূলক’ বলে ব্যখ্যা করেছেন মুসলিম লিগের এই নেতা। এদিকে, বাম শাসিত কেরলে তুঙ্গে রয়েছে বিতর্ক এই মন্তব্য ঘিরে। এরপর থেকেই বিজেপি সরব হয়েছে। বিজেপির দাবি, এই মন্তব্য ফিরিয়ে নিতে হবে প্রাক্তন বিধায়ককে।

বিজেপি নেতা এস সুরেশ বলেন, ‘এর থেকেই বোঝা যায় যে, তাঁদের মানসিকতা কতটা সংকীর্ণ। তাঁরা মহিলাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসাবে দেখেন, আর তাঁদের প্রাপ্য তাঁদের দেওয়া হয় না। বিশ্বের এক প্রান্তে হিজাবের বিরুদ্ধে চলছে লড়াই, আর আরেক প্রান্তে হিজাবের জন্য লড়াই হচ্ছে।’ এদিকে, স্কুলে ইউনিফর্ম নিয়ে বহু মুসলিম সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়েছে। এরপরই কেরলের শিক্ষামন্ত্রী জানান স্কুলে ইউনিফর্ম পাল্টানোর কোনও পরিকল্পনা নেই তাঁদের সরকারের।