CBI: ৭ আধিকারিকের বিরুদ্ধে FIR, খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টে গেল সিবিআই

সিবিআই হেফাজতে লালন শেখের মৃ়ত্যু নিয়ে কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থার ৭ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে আদালতে গেল তদন্তকারী সংস্থা। বুধবারই এই মামলার শুনানি হতে পারে।

কী ভাবে সিবিআই হেফাজতে থাকাকালীন লালনের মৃত্যু হল, সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এবার সিবিআই তরফে একটি নতুন মামলা দায়ের হল।

লালন শেখের রহস্য মৃত্যুতে যে অভিযোগ দায়ের করেছে পুলিশ তাতে রয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ। সেই অভিযোগে সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি-সহ মোট ৭জন আধিকারিকের নাম রয়েছে। লালন শেখের পরিবারের তরফে দায়ের করা অভিযোগে যে যে আধিকারিকের নাম রয়েছে তার মধ্যে রয়েছেন সুশান্ত ভট্টাচার্য ও স্বরূপ ভট্টাচার্য নামে দুই আধিকারিক। ওই দুই আধিকারিক গরু পাচার মামলার তদন্ত করছেন। এর মধ্যে সুশান্ত ভট্টাচার্য বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিলেন। বিকাল তিনটেতে এই মামলার শুনানি রয়েছে।