Fire: হাবরার রেলবস্তিতে ভয়াবহ আগুন, বন্ধ ট্রেন চলাচল,লেলিহান শিখা গিলে নিচ্ছে ঘর

ভয়াবহ আগুন হাবরার রেলবস্তিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। উত্তর ২৪ পরগনার হাবরা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিধ্বংসী আগুন। ভয়াবহ আতঙ্ক ছড়ায় তার জেরে। সূত্রের খবর, ১৭ নম্বর ওয়ার্ডের এস পাম্পের পেছনে রেলবস্তিতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে রেলবস্তি। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন বাসিন্দারা। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকল। এদিকে আগুনের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়ে যান রেলযাত্রীরা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে আগুন নিভে গেলে রেল চলাচল স্বাভাবিক হয়ে যাবে। স্থানীয় সূত্রে খবর,আচমকাই এলাকায় আগুনের শিখা দেখতে পাওয়া যায়। আগুনের লেলিহান শিখা একের পর এক বাড়িকে গ্রাস করে নিতে থাকে। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক ঝুপড়ি ঘর। প্রায় ৫০টি ঘর আগুনের লেলিহান শিখার কবলে পড়ে যায়।

দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাদের সাধ্যমত আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু আগুন ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে। আগুনের হাত থেকে শেষ সম্বলটুকু বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালান স্থানীয়রা।

সূত্রের খবর, আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনছে দমকল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তার জেরে রেল চলাচল বন্ধ থাকে। স্থানীয় সূত্রে খবর, একেবারে রেললাইনের ধার ঘেঁষে একের পর এক ঘর। রেললাইনের ঠিক পাশেই সেই রেলবস্তিতে আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়েও বেগ পেতে হয় দমকলকে। দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। আগুনের পাশ দিয়ে ট্রেন গেলে যাতে বড় কোনও বিপর্যয় না হয়ে যায় সেকারণে ট্রেন চালানো বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে।