India China Clash Video: অরুণাচল সীমান্তে সংঘাতের পর ভারত-চিন সংঘর্ষের পুরনো ভিডিয়োয় ছয়লাপ সোশ্যাল মিডিয়া

অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত চিনের সীমা বরাবর লালফৌজের সঙ্গে ভারতীয় সেনার সংঘাত সাম্প্রতিককালে অন্যতম বড় খবর। এদিকে, ৯ ডিসেম্বর অরুণাচল সীমান্তে ভারতীয় সেনার হাতে পর্যুদস্ত হয়ে চিনের সেনা পিছু হঠে যায়। সেই দিনের পর থেকেই কার্যত সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক ভিডিয়ো ভাইরল হয়েছে, যেখানে চিনের সেনা জওয়ানদের সঙ্গে ভারতীয় সেনা জওয়ানদের সংঘাতে লিপ্ত হতে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, যে ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেয়েছে, তা পুরনো ভিডিয়ো। চিন ও ভারতের মধ্যে সংঘাতের পুরনো কিছু ভিডিয়ো সদ্য ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেশ কয়েকজন ভারতীয় সেনা জওয়ান যাঁরা পঞ্জাবি ভাষায় কথা বলছেন, তাঁরা কার্যত মারধর করছেন চিনা সেনা জওয়ানদের। উল্লেখ্য , ওই চিনা জওয়ানরাই সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এই বিশেষ দৃশ্যের ভিডিয়ো ঘিরে তোলপাড় শুরু হয়েছে। সদ্য সঙ্গীত শিল্পী আদনান স্বামী এই ভিডিয়ো শেয়ার করেছেন।

জানা যাচ্ছে, অরুণাচল সীমান্তে প্রায়শই চিনের সেনা জওয়ানরা সীমান্ত পার করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। লাদাখে সেই ঘটনা থেকেই সংঘাতের আবহ আরও জোরদার হয়েছিল। লাদাখের পর এবার অরুণাচল প্রদেশের সীমান্তে শুরু হয়েছে নতুন করে সংঘাতের আবহ। সেখানে সদ্য ৯ ডিসেম্বর চিনের সেনার তরফে হামলার ঘটনা উঠে এসেছে। যদিও তার মোক্ষম জবাব দিয়ে ভারত নিজের জায়গা স্পষ্ট করেছে। ভারতের তরফে বিষয়টি নিয়ে কূটনৈতিক পথেও আলোচনা হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, চিনের সঙ্গে এই সংঘাতে কোনও ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়নি।