Hooch tragedy in Bihar:বিহারে বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০, অসুস্থ বহু

বিহারের সারানে বিষমদ পান করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। গোটা ঘটনা নিয়ে তোলপাড় বিহারের রাজ্য রাজনীতি। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। উল্লেখ্য, বিহারে নীতীশ কুমার সরকার মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করেছে ২০১৬ সালে। তারপরও একের পর এক মর্মান্তিক কাণ্ডে সেখানে বিষমদ পান করে মৃত্যু হয়েছে ২০ জনের।

বিহারের সারানের ওই গ্রামে বিষমদের জেরে ২০ জনের মৃত্যুর পাশাপাশি উঠে আসছে অসুস্থের সংখ্যাও। বহু অসুস্থ ব্যক্তিকেই ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। সারানের মারহউরা সাব ডিভিশনের মাসকারা ব্লকে এই মর্মান্তিক কাণ্ড ঘটে গিয়েছে। মনে করা হচ্ছে এই মৃতের সংখ্যা বাড়তে পারে। বহু অসমর্থিত সূত্রের দাবি, মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে ২৫ জন। তবে সরকারি হিসাব বলছে, মৃত্যু হয়েছে ২০ জনের। মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এলাকায়। প্রসঙ্গত,  বিহারের রাজনীতি সদ্য এই বিষমদ কাণ্ড ঘিরে তোলপাড় হতে শুরু করেছে। বিহারে বিজেপি প্রশ্ন তুলেছে নীতীশ কুমার সরকারের মদ্যপান বিরোধী নীতি নিয়ে। নিষেধাজ্ঞার পরও কীভাবে এই মৃত্যু হচ্ছে, সরকার কতটা তৎপর বিষমদ রুখতে, তা নিয়ে নানান প্রশ্ন দানা বাঁধছে।

গুজরাটে বিজেপির জয়ের কৃতিত্ব কাকে দিলেন মোদী? দলীয় বৈঠকে ভোট নিয়ে কোন বার্তা

ছাপরা জেলার সিভিল সার্জেন সাগর দুলাল সিনহা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৭ জনের দেহের ময়না তদন্ত হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে বিহারে ৯ টি বিষমদ কাণ্ডের খবর উঠে এসেছে। শীত বাড়তেই বিষমদে মৃত্যু ঘিরে ফের একবার চাঞ্চল্য শুরু হয়েছে। ৯টি পৃথক বিষমদ কাণ্ডে মৃত্যুর জেরে মোট মৃতের সংখ্য়া ৫০ এর অঙ্ক ছুঁয়েছে।