সন্ধের আকাশে অচেনা আলো, অবাক চোখে দেখল বাঁকুড়া থেকে ২৪ পরগনা

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের আকাশে দেখা পাওয়া গেল অবাক করা আলোর। যাকে নিয়ে উৎসাহ তৈরি হয়েছে জেলায় জেলায়। ধূমকেতুর মতো আকারের এই আলো ক্রমশ সরেছে পশ্চিম থেকে পূর্বদিকে। স্থানভেদে আলোর স্থায়িত্ব ছিল ৩ – ৫ মিনিট।

বৃহস্পতিবার তখন সবে সন্ধ্যা নেমেছে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকাগুলিতে। দিগন্তবিস্তৃত আকাশে পশ্চিম দিকে প্রথম দেখা যায় এই আলো। ক্রমশ আলোর উৎস পূর্ব দিকে সরতে থাকে। এর পর আরামবাগ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার একাংশ থেকে এই আলো দেখা গিয়েছে। আলোর উৎসের উচ্চতা ছিল বেশ। আলোর উৎস সম্পর্কে এখনো নিশ্চিত নন কেউ।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি অগ্নি ফাইম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আলো। বৃহস্পতিবার প্রথমবারের জন্য অগ্নি ৫ মিসাইল সর্বোচ্চ পাল্লায় উৎক্ষেপণ করেছে ভারত। ওড়িশার হুইলার্স আইল্যান্ড থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। যার পাল্লা ৫,০০০ কিলোমিটার। ভারত মহাসাগরে নির্দিষ্ট লক্ষ্যে নিপুনভাবে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি। এর ফলে চিনের প্রায় সব শহর ভারতের ক্ষেপণাস্ত্রের পাল্লার ভিতরে চলে এল।

বিষয়টি নিয়ে নিশ্চিত হতে বিভিন্ন জায়গা থেকে তোলা ভিডিয়ো ফুটেজ বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা।