Atal Tunnel: হিমাচলের নতুন কংগ্রেস সরকার কি পাল্টে দেবে অটল টানেলের নামকরণ? মুখ খুললেন মুখ্যমন্ত্রী সুখু

সদ্য হিমাচল প্রদেশের রাজনীতিতে ঝড় তুলে ফের একবার শাসন ক্ষমতা দখল করেছে কংগ্রেস। জয়রাম ঠাকুরের বিজেপি সরকার হিমাচল প্রদেশের মসনদচ্যূত হওয়ার পর সেখানে কংগ্রেসের সুখবিন্দর সিং সুখু নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। এরপরই প্রশ্ন উঠছে হিমাচল প্রদেশের অটল টানেলে কি নতুন করে কোনও নামকরণ হবে? যার উত্তরে সোজা সাপটা উত্তরে অবস্থান স্পষ্ট করেছেন কংগ্রেসের এই মুখ্যমন্ত্রী। 

হিমাচল প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু অটল টানেলের নামকরণ প্রসঙ্গে জানিয়েছেন, ‘নামটি পরিবর্তন হবে না। আমরা অটল টানেলের নাম বদলাব না। কারণ আমরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান করি। যারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তাঁদেরও মর্যাদা বজায় রাখা উচিত ছিল বিজেপির।’ এর আগে হিমাচল প্রদেশের অটল টানেল নিয়ে নামকরণ ইস্যুতে হুঙ্কার দেয় বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, যদি অটল টানেলের নাম বদলানো হয় তাহলে তারা রাস্তায় নামবে। বিজেপি হিমাচলের দিকে দিকে পথ অবরোধ, ধরনার ডাক দেবে বলেও হুঁশিয়ারি আসে। এরপরই কংগ্রেসের তরফে নব নির্বাচিত সরকার এই অটল টানেল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে। বিজেপির তরফে হিমাচল প্রদেশের রাজ্য প্রধান রণধীর শর্মা বলেন, সোনিয়া গান্ধী শুধুমাত্র, ভূমি পুজো করেছেন, আর বাকি সমস্তটাই করেছে বিজেপির সরকার।

এদিকে, বিতর্কের সূত্রপাত হয় সুখবিন্দর সিং সুখুর এক মন্তব্য থেকে। তিনি জানান, অটল টানেলে নতুন ফলকে আসতে চলেছে সোনিয়া গান্ধী, বীরভদ্র সিং, একে অ্যান্টনি, প্রেম কুমার ধুমালদের নাম। উল্লেখ্য, সোনিয়া গান্ধী সেই সময় ছিলেন কংগ্রেসের প্রধান, একে অ্যান্টনি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, প্রেম কুমার ধুমাল ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। তখনই পাল্টা বিজেপি প্রশ্ন তোলে যে, তাহলে কি, ফলক থেকে নাম মুছে যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা প্রয়াত আটল বিহারী বাজপেয়ীর? যার উত্তর দিতে গিয়ে অবস্থান স্পষ্ট করেন সুখবিন্দর সিং সুকি।