৯-১৫ হাজার বেতন হতে পারে পরিচারিকাদের, ঘণ্টা মেপে হিসেব, তৈরি থাকুন…

সুরেন্দ্র পি গঙ্গন

মোটামুটি সবটা যদি ঠিকঠাক থাকে তবে এবার কিন্তু বাড়িতে পরিচারিকা রাখার জন্য নির্দিষ্ট টাকা গুনতে হবে। মহারাষ্ট্র সরকার এবার মিনিমান ওয়েজ অ্য়াক্ট ১৯৪৮ অনুসারে গৃহ সহায়িকাদের পারিশ্রমিক ঠিক করছে। গত সপ্তাহে এনিয়ে একটি রিভিউ মিটিংও হয়েছে। সেখানে শ্রমমন্ত্রী সুরেশ খাড়ে ১৪ লাখ পরিচারিকার পারিশ্রমিক ঠিক করার জন্য প্রস্তাব রেখেছিলেন তিনি। এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছেও পাঠানো হবে।

এই অ্যাক্ট অনুসারে ৬৭ ধরনের কর্মী, তার মধ্যে দক্ষ, অদক্ষ ও সেমি স্কিলড লেবাররা সুবিধা পাবেন। আট ঘণ্টা কাজ করার জন্য় তাঁদের বেতন ঠিক করা হয়েছে ৯১৭২ টাকা থেকে ১৫,৩৪৮ টাকা প্রতি মাসে।

মন্ত্রী জানিয়েছিলেন, আমরা আশাবাদী। তবে এই নিয়মটা প্রয়োগ করাটা কঠিন। কিন্তু আমরা একটা রাস্তা বের করার চেষ্টা করছি। আমরা গোটা ব্যাপারটি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করব। সেখান থেকে যদি কোনও পথ বলে দেওয়া হয় তবে সুবিধা হবে।

এদিকে শ্রম দফতরের মুখ্য়সচিব বিনীতা বৈদ সিঙ্গল জানিয়েছেন, তাঁদের কাজের সময়ও ঠিক নেই। একাধিক বাড়িতে তাঁদের নানারকম কাজ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের এক থেকে দেড় ঘণ্টা করে কোনও বাড়িতে কাজ করতে হয়।তবে কী ধরনের কাজ তারা করছেন আর কতঘণ্টা কাজ করছেন তার উপর নির্ভর করে ঠিক করা হবে কমপক্ষে কত মজুরি তাঁরা পাবেন। দক্ষ,অদক্ষ, অর্ধ দক্ষ এমন পর্যায়ে শ্রমিকদের ভাগ করা হয়। তবে যারা তাদের নিয়োগ করবে তাদের সঙ্গেও আলোচনা করা হবে।

ডোমেস্টিক ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের প্রাক্তন সদস্যা রূপা কুলকার্নি জানিয়েছেন, পরিচারিকাদের ৩৫ধরনের কাজ করতে হয়। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, বাগান করা নানা ধরনের কাজ থাকে। কাজের প্রকৃতি ও ঘণ্টা অনুসারে তাদের মজুরি ঠিক হোক।