Missing child: স্থানীয়দের সহায়তায় ১৩ ঘণ্টার মধ্যে নিখোঁজ শিশুর সন্ধান পেল পুলিশ

স্থানীয়দের সহায়তায় কলকাতায় নিখোঁজ হয়ে হওয়া এক শিশুর সন্ধান পেল পুলিশ। প্রায় ১৩ ঘণ্টা ধরে নিখোঁজ ছিল ৮ বছরের ওই শিশু। তার বাড়ি সরশুনার তালপুকুর রোডে। মঙ্গলবার ওই শিশু নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় স্থানীয় একটি পার্ক থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর পরিবার সম্প্রতি তালপুকুর রোড এলাকায় উঠে এসেছে। শিশুটি কৌতূহলবশত একাই এলাকা ভ্রমণে বাড়ি থেকে বেরিয়েছিল। সে মঙ্গলবার দুপুর ১ টার দিকে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুর খোঁজ না পাওয়ায় পুলিশের কাছে অভিযোগ জানান। রাত ৯ টার দিকে পুলিশের কাছে কাছে যান। প্রসঙ্গত, স্থানীয়দের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য পুলিশ কয়েক মাস আগে কয়েকটি থানায় ‘নেবারহুড ওয়াচ প্রোগ্রাম’ চালু করেছিল। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাহায্যে স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারে পুলিশ। সেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পুলিশ ওই শিশুর সম্পর্কে তথ্য জানতে পারে। এর সাহায্যে স্থানীয়রা পুলিশকে সিসিটিভির ফুটেজও শেয়ার করতে পারেন। সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ওই শিশুর সন্ধান পায়।

সরশুনা থানার সাব-ইন্সপেক্টর কাঞ্চন চৌবে নিখোঁজের অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে শিশুটির বাবা-মাকে নিয়ে থানায় চলে যান। তিনি অন্যান্য পুলিশ ও স্থানীয়রা সহায়তায় আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন। স্থানীয়দের কাছ থেকে পুলিশ তিনটি গুরুত্বপূর্ণ ফুটেজ পায়। সেখান থেকেই ওই শিশুর সন্ধান পায় পুলিশ।