DJ: ডিজে, ব্যান্ড বাজালে, একদম বিয়ে দেবেন না, উলেমাদের পরামর্শ মুসলিম মহাসভার

বিয়ে বাড়িতে ডিজে বাজালে, ব্যান্ড বাজালে সেখানে একদম যাবেন না। বিয়েও দেবেন না। উলেমাদের পরামর্শ দিল মুসলিম সংগঠন। মুসলিম মহাসভার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, উলেমা ও কাজিদের কাছ থেকে এনিয়ে সহযোগিতা চাওয়া হচ্ছে। অত্যন্ত সাধাসিধেভাবে যাতে বিয়ের অনুষ্ঠান হয় সেটাই মানুষকে বোঝান। বিয়েবাড়ির নামে পয়সা নষ্ট করা যাতে না হয় সেব্য়াপারেই আবেদন করা হয়েছে মুসলিম মহাসভার তরফে।

এমনকী বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যে পরিবারে বিয়ের অনুষ্ঠান হবে তাদের কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হবে। যাতে ভবিষ্যতে ডিজে সংস্কৃতিতে তারা উৎসাহ না দেন। এভাবেই আবেদন করা হয়েছে মুসলিম মহাসভার তরফে।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মুসলিম মহাসভা নামে একটি সংগঠন এনিয়ে বিবৃতি জারি করেছে। বিয়ের নামে অযথা খরচের বিরোধিতা করছে এই সংগঠন। বিবৃতি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় বিয়েতে নাচা গানা, বাজি ফাটানো, তারস্বরে মাইক বাজানো, ডিজে বাজানো হচ্ছিল। এনিয়ে মুসলিম উলেমা, কাজিদের একাংশ আপত্তি তোলেন। তাদের দাবি এই ধরনের কাজ করে মুসলিম সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে।

এক ইমাম জানিয়েছেন, এই ধরনের নাচাগানা ইসলাম ধর্মে গ্রহণযোগ্য নয়। এতে সাধারণ মানুষের সমস্যা হয়।

এদিকে বিয়ে মানেই এখন এলাহি আয়োজন। বাড়ির সামনে ডিজেও বাজানো হয় তারস্বরে। আলোক মালায় সাজানো হয় চারদিকে। যাদের সামর্থ্য রয়েছে তারা রীতিমতো নাচ গানের আসরও বসিয়ে ফেলেন। কিন্তু এসব ডিজে, ব্যান্ড, না পসন্দ ইমামদের একাংশের। এসব বন্ধের জন্য রীতিমতো নির্দেশ জারি করেছে মুসলিম মহাসভা। আগামী দিনে যাতে মুসলিম পরিবারের তরফে এই ধরনের অনুষ্ঠান করা না হয় সেব্যাপারেও কার্যত মুচলেকা লিখিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।