আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল হবে; বলেছিলেন আধুনিক এই নস্ট্রাদামুস, কাপ উঠবে কার হাতে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁকে বলা হয় আধুনিক নস্ট্রাদামুস। রাশিয়ার ইউক্রেন আক্রমণ, কোভিড-১৯ কিংবা রানী এলিজাবেথের মৃত্যু সম্পর্কে নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিলেন ব্রাজিলের জ্যোতিষী অ্য়াথোস স্যালোমে। কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে যে ভবিষ্যতবাণী তিনি করেছিলেন তাও প্রায় মিলে গিয়েছে। রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও আর্জেন্টিনা। আগেই তা বলেছিলেন। এখন এই মহারণে কে হবে চাম্পিয়ন? এটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন-বাংলাদেশ অপহৃত পলতার ব্যবসায়ী, বেঁচে এপারে ফিরলেও এখনও কাটছে না আতঙ্ক

নিজে ব্রাজিলের মানুষ হলেও বিশ্বকাপের অনেক আগেই অ্যাথোস স্যালোম বলে দিয়েছিলেন, বিশ্বকাপে ব্রাজিলের কোনও সম্ভাবনা তিনি দেখছে না। তবে ব্রাজিল যে ফাইনালে উঠবে না তা তিনি স্পষ্ট করে বলেননি। তবে স্পষ্ট করে দিয়েছিলেন চ্যাম্পিয়ন হতে পারবে না। বলেছিলেন কাতার বিশ্বকাপের শেষ ধাপে যেতে পারে ফ্রান্স, আর্জেন্টিনা, বেলজিয়াম, ইংল্যান্ড। ফাইনালে মুখোমুখি হবে মধ্য ইউরোপের একটি দেশ ও ট্য়াঙ্গোর দেশ। 

যে পদ্ধতির উপরে ভিত্তি করে চমকে দেওয়ার মতো বহু ভবিষ্দ্বাণী স্যালোমে করে থাকেন তাকে বলা হচ্ছে কাবালা। ম্য়াচের তারিখ-বার এর উপরে ভিত্তি করে জটিল গাণিতিক গণনার মাধ্যমে তিনি একটি সিদ্ধান্তে পৌঁছে যান। সেই গণনা অনুযায়ী আর্জেন্টিনাকে স্যালোমে দিয়েছেন ৮ নম্বর। ফলে মেসির দলের হাতে কাপ ওঠার একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। ফ্রান্সকে তিনি দিয়েছেন ৭ নম্বর। 

এতকিছু বলার পরও জুয়াড়িদের জন্য ভালো কোনও ক্লু দিতে পারেননি অ্য়াথোস স্যালোমে। এক ব্রিটিশ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, খেলায় কোনও কিছু নিশ্চিত করে বলা যায় না। এক্ষেত্রে ভাগ্য অনেকটাই কাজ করে। আবার ভাগ্য অনেকটাই নির্ভর করে চেষ্টার উপরে। শুধুমাত্র আন্দাজ করে কিছু বলা যায় না। আমি সবসময় আন্দাজের বিরুদ্ধে।

ইতিমধ্য়েই বেশ কয়েকটি ভয় পাইয়ে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করেছেন অ্যাথোস স্যালোমে। তার মধ্যে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের কথাও। স্যাসোমের আরও একটি ভবিষ্যদ্বাণী হল, কোনও এক শহরের উপরে আকাশ থেকে নেমে আসবে একটি বস্তু। তাতে কোনও কিছুই অবশিষ্ট থাকবে না।  দুনিয়ার বেশ কয়েকজন রাষ্ট্রনেতা একজোট হয়ে আমেরিকার উপরে হামলাও করতে পারেন। সেই হামলা হবে ২৬/১১ হামলার থেকে অনেক বেশি ভয়ঙ্কর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)