INS Mormugao: নৌবাহিনীর কাছে আসছে আইএনএস মার্মাগাও, জেনে নিন ৫ পয়েন্ট…

সিং রাহুল সুনীলকুমার

আইএনএস মার্মাগাও। মিসাইল ধ্বংসকারী জাহাজ রবিবারই আসছে ভারতের নৌবাহিনীর কাছে। আর এই জাহাজ নিঃসন্দেহে জলসীমায় আরও শক্তিশালী করবে দেশকে। এই যুদ্ধ জাহাজ সম্পর্কে পাঁচটি মূল পয়েন্ট জেনে নেওয়া যাক…

১)মিসাইল ধ্বংসকারী যুদ্ধ জাহাজ। এর আগে গত বছর নভেম্বরে এসেছিল আইএনএস বিশাখাপত্তনম। 15B প্রকল্পের আওতায় চারটি যুদ্ধ জাহাজের ব্যাপারে চুক্তি করা হয়েছিল।

২) গোয়ার শহর মার্মাগাঁওয়ের নামে এই শহরের নামকরণ। ১৬৩ মিটার লম্বা ও ১৭ মিটার চওড়া এই যুদ্ধ জাহাজ। ৩০ নট সর্বোচ্চ গতিতে এটা যেতে পারে। ইন্ডিয়ান নেভি বিবৃতিতে এমনটাই জানিয়েছে।

৩) ভারতীয় নেভির মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স এটি তৈরি করেছে। দেশের চারটি প্রধান শহরের নাম এগুলির নামকরণ করা হয়েছে। বিশাখাপত্তনম, মার্মাগাঁও, ইম্ফল ও সুরাত। স্টিল দিয়ে তৈরি এই জাহাজ। আর Ranking এর দিক থেকে সবথেকে ভয়ঙ্কর ধ্বংসকারী জাহাজের মধ্যে একেবারে প্রথম সারিতে।

৪) প্রায় ৭৫ শতাংশ দেশিয় প্রযুক্তিতে তৈরি এই জাহাজ। এখানে অস্ত্র রয়েছে..

ক) মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে যাওয়া মিসাইল

খ) ব্রাহ্মোস, ভূমি থেকে ভূমি মিসাইল

গ) টর্পেডো টিউব লঞ্চার

ঘ) সুপার রাপিড গান মাউন্ট

৫) মোটামুটি ২০১৫ সালের জুন মাস থেকে এই জাহাজ তৈরির প্রস্তুতি শুরু হয়। এরপর ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে এটির কাজ শেষ হয়েছিল। এরপর গতবছর গোয়া লিবারেশন ডে অ্যানিভার্সারিতে এটির মহড়া হয়েছিল। এবার এটি ভারত মহাসাগর রিজিয়নে কার্যত রাজ করবে ভারতের এই যুদ্ধ জাহাজ।