এবার নতুন কিছু থাকছে বড়দিনের উৎসবে, জানালেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়

সামনেই বড়দিনের উৎসব। সেজে উঠবে পার্ক স্ট্রিট, বো ব্যারাক। দলে দলে মানুষ উৎসব মুখর হবেন। বছর শেষের আনন্দ চেটেপুটে উপভোগ করবেন সাধারণ মানুষ। এরপর নতুন বছরকে আহ্বান। তবে এবার এনিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের পর্যটন দফতর। শুক্রবার এনিয়ে ঘোষণা করেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। আগামী ২১ ডিসেম্বর খ্রীষ্টমাস ফেস্টিভালের সূচনা করবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় শুক্রবার জানিয়েছেন, পার্ক স্ট্রিট ও বো ব্য়ারাকে আলোকসজ্জা থাাকবে। পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক ও তার সংলগ্ন এলাকায় আলোকসজ্জা থাকবে। কিছু নতুন জিনিস থাকবে। ছোটখাটো জিনিস। গেলেই দেখতে পারবেন। দুর্গাপুজো, দেওয়ালিতে যেমন পজিটিভিটি কাজ করে তেমনি একসাথে এই উৎসবও উদযাপন করব। কলকাতা ছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, চন্দননগর, ব্য়ান্ডেল, বারুইপুর, আসানসোল, বিধাননগর সহ বিভিন্ন চার্চ ২১ তারিখ থেকে আলো দিয়ে সাজানো হবে। ১ জানুয়ারি পর্যন্ত এটা থাকবে। এটাই আমাদের পরিকল্পনা। পুরো অঞ্চলটা যাতে উৎসবের আনন্দে মেতে ওঠে সেটাই আমাদের একমাত্র চাওয়া।

পার্ক স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় সান্তাক্লজ ঘুরবে। বাচ্চাদের মিষ্টি দেবে, চকোলেট দেবে। জানিয়েছে পর্যটন দফতর।

আর কয়েকদিনের অপেক্ষা। তারপরই উৎসবের আনন্দে মাতোয়ারা হবে বাংলা। বিশেষত চার্চ ও সংলগ্ন এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য় করা যায়। এর সঙ্গেই শীতের মিঠে রোদ গায়ে মেখে পার্কে ঘুরতে যান অনেকেই। পার্ক স্ট্রিটেও উপচে পড়ে ভিড়। তবে এবার বিশেষ আকর্ষণ, সান্তাক্লজ ঘুরবে রাস্তায়। পার্ক স্ট্রিট সহ বিভিন্ন রাস্তায় উৎসবের আনন্দকে আরও খানিকটা বাড়়িয়ে দেবে সান্তাক্লজ। উপহারও তুলে দেবে সাধারণ মানুষের হাতে। বড় দিনের সাজে সেজে ওঠা বাংলায় এটা বাড়তি পাওনা।