প্রকাশ করতে হবে আবাস যোজনার তালিকা, বিবাদের জেরে পণ্ড গ্রামসভার বৈঠক

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রকাশের দাবিতে বিবাদের জেরে পণ্ড হয়ে গেল গ্রামসভার বৈঠক। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, দুর্নীতি লুকাতে তালিকা প্রকাশ করতে চাইছে না পঞ্চায়েত।

এদিন গ্রামসভার বৈঠকে আবাস যোজনার তালিকা প্রকাশের দাবি তোলেন গ্রামবাসীরা। তাদের দাবি, প্রতিটি সংসদ অনুসারে তালিকা প্রকাশ করতে হবে। গ্রামবাসীরা খতিয়ে দেখবেন সেখানে কোনও অযোগ্যকে ঘর পাইয়ে দেওয়া হয়েছে কি না। পালটা পঞ্চায়েতের তরফে জানানো হয়, বেসরকারি সংস্থাকে দিয়ে আবাস যোজনার সমীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি। আর তালিকা প্রকাশের কোনও নির্দেশিকা তাদের কাছে নেই।

এর পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, তালিকা দেখতে বিডিও অফিসে যেতে বলা হচ্ছে। কিন্তু তাতে রাজি নন গ্রামবাসীরা। পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় অধিকারী বলেন, আমাদের তালিকা প্রকাশের এক্তিয়ার নেই। চূড়ান্ত তালিকা তৈরি হলে ঠিক ভাবেই মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।