২৯০ রানে এগিয়ে থেকে লাঞ্চ বিরতিতে ভারত

প্রথম টেস্টে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত। তৃতীয় দিন সকালে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট করে বাকি সময়টা ভারতের দুই ওপেনার নির্বিঘ্নেই পার করেছেন। প্রথম সেশনে ১৫ ওভার খেলে বিনা উইকেটে সফরকারীরা যোগ করেছে ৩৬ রান। তাতে ভারতের লিড দাঁড়িয়েছে ২৯০।  

চট্টগ্রামে আগের দিনই ফলোঅন শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শেষ করেছিল। মেহেদী হাসান মিরাজ থাকায় দেখার ছিল তৃতীয় দিন সকালে তার প্রতিরোধটা টেকে কতক্ষণ। প্রায় ৫০ মিনিটের মতো প্রতিরোধ গড়তে পারলেও তার বিদায়ের সঙ্গেই সমাপ্ত হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। ভারতের ৪০৪ রানের জবাবে স্বাগতিক দল অলআউট হয়েছে ১৫০ রানে। তাতে সফরকারী দল ২৫৪ রানে এগিয়ে থেকে পুনরায় ব্যাট করছে। ক্রিজে আছেন লোকেশ রাহুল (২০) ও শুভমান গিল (১৫)।  

সকালের শুরুতে এবাদত হোসেনকে (১৭) গ্লাভসবন্দি করিয়ে লেজ ছেঁটে দেওয়ার কাছে চলে যায় ভারতীয় দল। উইকেট নেন কুলদীপ। মিরাজ অবশ্য তখনও প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন। কিন্তু যোগ্য সঙ্গী না থাকায় ৮২ বলে ২৫ রানেই ফিরতে হয় তাকে। অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে ২৫ রানে কিপারকে ক্যাচ দিয়েছেন তিনি। বাংলাদেশকে ধসিয়ে দিতে ‍রিস্ট স্পিনার কুলদীপ যাদবের-ই বড় অবদান। ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন।৩ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ।

গতকাল লেট অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত প্রথম ইনিংসে করেছে ৪০৪ রান। চেতেশ্বর পূজারা-শ্রেয়াস আইয়ারকে সেঞ্চুরি বঞ্চিত করতে পারলেও অষ্টম উইকেটে কুলদীপ যাদব ও রবীচন্দ্রন অশ্বীনের ৮৭ রানের জুটি বিপদে ফেলে দেয় স্বাগতিকদের। ওই জুটির পর উমেশ যাদবের ১০ বলে ১৫ রানের ইনিংসে ৪০৪ রান তুলে ফেলে সফরকারীরা। অশ্বিনের ব্যাট থেকে ৫৮ ও কুলদীপের ব্যাট থেকে আসে ৪০ রানের ইনিংস। একাধিক জীবন পাওয়া শ্রেয়াস আইয়ার ৮৬ ও চেতশ্বর পূজারা খেলেছেন ৯০ রানের ইনিংস।