Controversy After Mary Kom’s Husband Questions Looks Of Boxer’s Statue In Imphal


ইম্ফল: ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন (Boxing World Champion)। অলিম্পিক পদকজয়ী কিংবদন্তি ভারতীয় মহিলা বক্সার মেরি কমের (Mary Kom) মূর্তি এবার বিতর্কের কেন্দ্রে। সেই বিতর্ক উস্কে দিলেন মেরি কমেরই স্বামী ওনলার কারঙ। মণিপুরের যে যে ক্রীড়াবিদরা অলিম্পিক্সে অংশ নিয়েছেন, তাঁদের প্রত্যেকের মূর্তি মণিপুরের অলিম্পিক পার্কে বসানো হয়েছে। সেখানেই একটি মূর্তির গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন মেরি কমের স্বামী। 

ঠিক কী হয়েছে?

নিজের ফেসবুকে মেরি কমের মূর্তির ছবি পোস্ট করে তাঁর স্বামী ওনলার লিখেছেন, ”ইনি আমার স্ত্রী মেরি কম? লাল রংয়ের মূর্তিটি সরিয়ে দেওয়া হোক।” যে মূর্তির ছবি পোস্ট করেছেন মেরি কমের স্বামী, সেটির সঙ্গে কোনওভাবেই মেরি কমের মিল খুঁজে পাননি ওনলার। এমনকী মেরির অনেক সমর্থকও এই বিষয়ে ওনলারকেই সমর্থন করেছেন। 

মেরি কমের ভাই জিমি কম জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে সেই মূর্তিটি খুব দ্রুত সরিয়ে দেওয়া হবে। 

অমিতাভকে কী বললেন সৌরভ?

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে তখন চাঁদের হাট। মধ্যমণি, বাংলার জামাই অমিতাভ বচ্চন । বক্তব্য রাখছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  শাহেনশাহকে শুভেচ্ছা জানালেন মহারাজ। অমিতাভের শতায়ু কামনা করলেন জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক। সৌরভ বললেন, ‘অমিতজি ৮০ বছর পূর্ণ করেছেন। গত ৬-৭ মাসে যোগাযোগ হয়নি। এই মঞ্চে দাঁড়িয়ে ওঁকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমন একটা খেলা খেলেছি, যেখানে সেঞ্চুরিকে খুব গুরুত্ব দেওয়া হয়। আমরা প্রার্থনা করি আপনি শতায়ু হোন। আরও কাজ করুন। সকলের বিনোদন করুন। আমাদের মতো আপনার ভক্ত, শুধু দেশে নয়, গোটা বিশ্বে যাঁরা ছড়িয়ে রয়েছেন, তাঁদের যতদিন পারবেন আনন্দ দিন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। আমাদের কাছে আপনি মহামূল্যবান।’ 

বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম ছিল কলকাতা বিমানবন্দর। আজ থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উৎসবের উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan),  অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee), সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)।