Cricket ball size tumor: পেটে ব্যথায় ছটফট করছিলেন তরুণী, হাসপাতালে পরীক্ষার পর চোখ উঠল কপালে

অসম্ভব পেটে ব্যথা হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। এমন অবস্থায় আর পাঁচজন যা ভাবেন, তেমনটাই ভেবেছিলেন বছর তিরিশের নহসিন আরফা। হজমের গন্ডগোল থেকেই ব্যথা শুরু হয়েছে এমনটা মনে করে বেশ কয়েকটি হজমের ওষুধ খেয়ে ফেলেন তিনি। তবে ব্যথা তাতেও কমেনি। বরং অসহ্য় হয়ে উঠেছিল। এরপর বাধ্য হয়েই চিকিৎসকের সাহায্যের খোঁজ। সেই সূত্রে কলকাতা মেডিক্যাল কলেজে আসা তাঁর। তখনই জানা গেল একটি গুরুতর রোগের কথা। কিছু পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায়, পেটে ব্যথার পিছনে আসল কারণ হল গর্ভাশয়ের দুটো বড় বড় টিউমার। আকারে সেগুলিকে ক্রিকেট বলের মতো বড় বললেও ভুল বলা হয় না! চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে ডারময়েড সিস্ট উইথ টরসান বলা হয়।

পরীক্ষায় এমন ফলাফল পাওয়ার পর দেরি না করে দ্রুত অস্ত্রোপটার করা হয়। অস্ত্রোপচার শেষে দেখা যায়, একটি টিউমার প্রায় নয় সেন্টিমিটার লম্বা আর অন্যটি লম্বায় সাত সেন্টিমিটার। কলকাতা মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের যে তিন চিকিৎসকের একটি দল সম্পূর্ণ অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন। তাঁদেরই একজন জানান, দুটি টিউমারের একটি সাধারণ অন্যটি ডারময়েড প্রকৃতির টিউমার। এর থেকে কী ক্ষতি হতে পারত রোগীর? চিকিৎসকের কথায়, ডারময়েড প্রকৃতির টিউমারটি মারণ টিউমার। সঠিক সময়ে অস্ত্রোপচার না হলে এর জন্য সেপসিস হয়ে রোগীর মৃত্যুও হতে পারে। সাধারণত গর্ভাশয়ে টিউমার হলে রোগীর ঋতুস্রাব অনিয়মিত হয়ে পড়ে। কখনও সময়ের আগে হয়ে যায়, কখনও আবার বেশ দেরি হয়। তবে নহসিনার ক্ষেত্রে এমন কোনও রোগই দেখা দেয়নি। এর ফলে তিনিও এতদিন সমস্যার কথা বুঝতে পারেননি।

প্রসঙ্গত, বর্তমানে প্রায় হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে সিস্ট বা টিউমারের সমস্যা নিয়ে ভীড় করেন মহিলারা। বেশ কিছু সমীক্ষা অনুযায়ী, ভারতের অনেক মহিলায় সিস্টের সমস্যায় আক্রান্ত। অনিয়মিত ঋতুস্রাব, প্রচণ্ড পেটে ব্যথাই এই সমস্যার প্রধান উপসর্গ। চিকিৎসকদের কথায়, সিস্ট সাধারণত তিন ধরনের হয়। ডারময়েড সিস্ট, অপারেশনাল সিস্ট এবং এন্ডোমেট্রিওমাস সিস্ট। শরীরে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অ্যান্ড্রজেন হরমোন তৈরি হলে সিস্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বিশেষজ্ঞদের কথায়, নির্দিষ্ট সময় চিকিৎসা না করালে এটি বড় হয়ে রোগীর মৃত্যুর কারণ হতে পারে।