Jaishankar’s savage reply to Pakistani: সন্ত্রাসবাদ নিয়ে চাপে ফেলার কৌশল, জয়শঙ্করের তুখোড় জবাবে চুপ পাকিস্তানি সাংবাদিক

সন্ত্রাসবাদ ইস্যুতে এক পাকিস্তানি সাংবাদিককে যোগ্য জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রীকে প্যাঁচে ফেলতে প্রশ্ন করেছিলেন পাকিস্তানি সাংবাদিক। জয়শঙ্কর এমন জবাব দেন যে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সন্ত্রাসবাদ সংক্রান্ত আলোচনার পরে সাংবাদিক বৈঠকে জয়শঙ্করের উদ্দেশ্যে এক পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেন, ‘নয়াদিল্লি, কাবুল এবং পাকিস্তান থেকে এভাবে সন্ত্রাসবাদের বিষয়টি কতদিন দেখতে হবে দক্ষিণ এশিয়াকে?’ সেইসঙ্গে নিজের প্রশ্নে কাশ্মীর প্রসঙ্গও উত্থাপন করেন ওই পাকিস্তানি সাংবাদিক।

সেই প্রশ্নের জবাবে একেবারে তুখোড় জবাব দেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। যে উত্তরকে একেবারে চুপ হয়ে যান পাকিস্তানি সাংবাদিক। ভারতের বিদেশমন্ত্রী বলেন,’কতদিন আমরা এটা চালিয়ে যাব বলে আপনি যখন জানতে চাইছেন, তখন আপনি ভুল মন্ত্রীকে প্রশ্ন করছেন। কারণ পাকিস্তানের মন্ত্রীরা বলতে পারবেন যে কতদিন পাকিস্তান সন্ত্রাসবাদে মদত জোগাতে থাকবে।’ 

আরও পড়ুন: Jaishankar slams Pakistan over Laden: ‘লাদেনকে আশ্রয় প্রদানকারী’, পাক বিদেশমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ জয়শঙ্করের

জয়শঙ্কর আরও বলেন, ‘দিনের শেষে দুনিয়া মোটেও বোকা নয়। দুনিয়া মোটেও কোনও কিছু ভুলে যায় না। যে সব দেশ, সংস্থা ও লোকজন সন্ত্রাসবাদে মদত জোগাতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কণ্ঠস্বর ক্রমশ বেড়ে যাচ্ছে। আপনারা এটা লুকিয়ে রাখতে পারবেন না। আপনারা আর কাউকে বিভ্রান্ত করতে পারবেন না। মানুষ ইতিমধ্যে সেই বিষয়টি ধরে ফেলেছেন।’ 

সেইসঙ্গে পাকিস্তানকে সন্ত্রাসবাদের পথ ছেড়ে আর্থিক বৃদ্ধির দিকে নজর ঘোরানোর ‘পরামর্শ’ দেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেন, ‘আমার পরামর্শ হল, দয়া করে নিজেদের শুধরে নিন। দয়া করে ভালো প্রতিবেশি হওয়ার চেষ্টা করুন। বাকি বিশ্ব যেভাবে নিজেদের ছাপ রাখার চেষ্টা করছে, সেটা করুন – আর্থিক উন্নতি, উন্নয়ন। আমি আশা করছি যে আপনার চ্যানেলের মাধ্যমে ওই বার্তাটা (ঠিক জায়গায়) পৌঁছে যাবে।’

আরও পড়ুন: S Jaishankar: ‘পাকিস্তান থেকে অনেক এগিয়ে গিয়েছে ভারত, দুই দেশকে একচোখে দেখে না বিশ্ব’, বললেন জয়শঙ্কর

শুধু তাই নয়, পাকিস্তানের মন্ত্রী হিনা রাব্বানি খারকেও কটাক্ষ করেন জয়শঙ্কর। তিনি বলেন, ‘মন্ত্রী হিনা রাব্বানি খার কী বলেছেন, তা পড়েছি। এক দশক আগে একটা ঘটনার কথা মনে পড়ল। পাকিস্তান সফরে গিয়েছিলে হিলারি ক্লিন্টন। সেইসময় মন্ত্রী ছিলেন হিনা রাব্বানি খার। তাঁর পাশে দাঁড়িয়ে হিলারি ক্লিন্টন বলেছিলেন যে নিজের পিছনে যদি সাপ থাকে, তাহলে ভাববেন না যে শুধু প্রতিবেশিকে কামড়াবে। যাঁরা সাপকে বাড়ির পিছনে রেখেছে, তাঁদেরও কামড়ে দেবে। কিন্তু আপনারা জানেনই যে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে তেমন ভালো নয়। দেখতেই পাচ্ছেন যে ওখানে কী হচ্ছে।’