IPL 2023: এই তিন অলরাউন্ডারকে দলে নিতে চাইবে যে কোনও ফ্র্যাঞ্চাইজি

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> মাঝে আর কিছুদিনের অপেক্ষা। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে বসতে চলেছে আসন্ন <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের মেগা নিলাম পর্ব। মোট ৯৯১ জন প্লেয়ার আসন্ন নিলামে অংশ নিতে চলেছেন। আইপিএলের মঞ্চ মানেই অলরাউন্ডারদের ছড়াছড়ি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এই মুহূর্তে অলরাউন্ডারদের দরও সবচেয়ে বেশি। সেই মত আইপিএলেও দেশ বিদেশের তারকা অলরাউন্ডারদের দেখা যায়। আসন্ন টুর্নামেন্টেও তার ব্য়তিক্রম হবে না। তিনজন অলরাউন্ডার রয়েছেন যাঁদের দিকে নিলামে বিশেষ করে নজর থাকবে –</p>
<p style="text-align: justify;"><strong>বেন স্টোকস (২ কোটি বেস প্রাইস) -</strong> আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। নিঃসন্দেহে বলা যেতেই পারে যে আসন্ন নিলামে বড় দাম পেতে চলেছেন বেন স্টোকস। ২০১৮ সালে সবেচেয়ে দাবি প্লেয়ার হিসেবে নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। ইংল্যান্ডের অলরাউন্ডারের দর উঠেছিল ১২.৫ কোটি। দুর্দান্ত একজন অধিনায়ক স্টোকস। তাঁর মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে চাপের মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। গত বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই অলরাউন্ডার।&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>শাকিব আল হাসান (১.৫ কোটি বেস প্রাইস) -</strong> এশিয়ার অন্য়তম সেরা অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেটের গর্ব। দলের ব্যাকবোন বলা যায়। ধারাবাহিকভাবে ভাল বোলিং করার জন্য বিখ্যাত শাকিব। ব্যাট হাতেও বিভিন্নধরণের শট খেলার ক্ষমতা রাখেন শাকিব। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের মঞ্চে ধারাবাহিকভাবে ভাল খেলে আসছেন শাকিব। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে শাকিবের আইপিএলে। আসন্ন নিলামেও অনেক দলই তাঁকে নিতে চাইবে।</p>