Gallbladder Stone Gallstones , Symptoms And Causes, Know Hepatologist Dr Debasish Dutta’s Suggestion


কলকাতা : গলব্লাডার ( gallbladder )বা পিত্তথলি । এটি  মুক্তোর মতো আকৃতির একটা অর্গান।  লিভার বা যকৃতের ডানদিকে ঠিক নিচে থাকে গলব্লাডার এর প্রধান কাজ হল লিভার থেকে উৎপন্ন পাচকরস  অর্থাৎ পিত্ত সংগ্রহ করে জমা করা। খাওয়াদাওয়ার পর গলব্লাডার থেকে যে পিত্ত (digestive fluid )বের হয়, তা হজমে সাহায্য করে। তাই গলব্লাডারে সমস্যা হলে হজমের সমস্যা হবেই। গলব্লাডারে স্টোন একটি বড় সমস্যা। যার সলিউশন বেশিরভাগ ক্ষেত্রেই অস্ত্রোপচার ! 

গলব্লাডার স্টোন ( Gallstones ) বা পিত্তথলিতে পাথর হওয়ার প্রাথমিক লক্ষণ গুলি জানা থাকলে ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাওয়া সম্ভব। তাই সর্বাগ্রে গল-স্টোনের লক্ষণগুলি নিয়ে আলোচনা। বিস্তারিত বললেন ডা. দেবাশিস দত্ত ( হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান ) 

  • পেটের ওপরের অংশে ডান দিকে কনকনে ব্যথা ?
  • মাঝে মাজে ব্যথা ডান কাঁধে ছড়িয়ে পড়ছে ? 
  •  কাঁপুনি দিয়ে জ্বর ?
  •  বমি বমি ভাব বা বমি
  • চর্বিজাতিয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খেলেই পেটে ব্যথা আরও পড়ুন : 

    কলকাতার আর এন টেগোর হাসপাতালে সফল রোবোটিক রেনাল সার্জারি

    এইগুলি সবই গলব্লাডারে স্টোনের লক্ষণ। তবে গলব্লাডারে স্টোন হলে তা জানতে আলট্রা সনোগ্রাফিতে ধরা পড়ে। মধ্যবয়সী মেয়েদের মধ্যে এই রোগের আশঙ্কা বেশি । তবে কেন তাঁদের গলব্লাডারে স্টোন হচ্ছে, তার কোনও নির্দিষ্ট কারণ এখনও জানা যায় না।  তবে দেখা যায় যাঁদের, 

  • ওজন বেশি
  • কোলেস্টেরল লেভেল হাই
  • বা পাচকতন্ত্রের কোনও  সমস্যা আছে , তাঁদের এই রোগের আশঙ্কা বেশি।

    অনেক ক্ষেত্রেই স্টোনগুলি এক্কেবারে সায়লেন্ট থাকে। তবে কোনও কোনও সময় তীব্র ব্যথা হয়। এইরকম ব্যথা হলে তৎক্ষণাৎ সনোগ্রাফি করে দেখতে হবে পাথর হয়েছে কি না। গলস্টোন ফেলে রাখলে পাথর গলব্লাডার থেকে বেরিয়ে আসে। আরও বড় বিপত্তি বাঁধে । কোনও কোনও ক্ষেত্রে গলব্লাডারে স্টোন থেকে জন্ডিস অবধি হতে পারে।
     
    গলস্টোনের চিকিৎসা 

  • প্যানক্রিয়াসেও অনেক সময় স্টোন হয়। তবে সেটা কমন নয়।
  • গলস্টোনের চিকিৎসা অস্ত্রোপচার । ল্যাপ্রোস্কোপি করে বের করতে হয় পাথর। কম বয়সে গলস্টোন হলে, যদি উপসর্গ নাও থাকে, তাহলেও বাদ দেওয়া প্রয়োজন। না হলে ভবিষ্যতে এর থেকে জটিলতা বাড়ে। হতে পারে জন্ডিস, প্যানক্রিয়াটাইটিস, ইনফেকশন হতে পারে।
  • গলস্টোন গলানোর ওষুধ নেই। 

    গলস্টোন অপারেশনের পর কী কী নিয়ম মানবেন 

  • কম ফ্যাটযুক্ত খাবার যেমন শাকসবজি, ডাল, গোটা শস্য এবং ফল খেতে হবে।
  • ফাইবার সমৃদ্ধ শাকসবজি খান। 
  • প্রচুর ফ্লুইট খান। 
  • অপারেশনের পরে জাঙ্ক খাবার খাবেন না।

    ডা. দেবাশিস দত্ত



     

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator