Kashmir: কাশ্মীরে সেনা ছাউনির বাইরে গুলি, মৃত ২ যুবক, Army কী জানিয়েছে?

রবি কৃষ্ণান খাজুরিয়া

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে আর্মির গেটের বাইরে গুলিতে মৃত্য়ু দুই যুবকের। একজন জখম হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শুক্রবার সকালের ঘটনা। মৃতদের নাম শালিন্দর কুমার ও কমল কিশোর। দুজনেই রাজৌরির বাসিন্দা। এক পদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন, ভেতরে ক্য়ান্টিন রয়েছে। সম্ভবত সেন্ট্রি গুলি চালিয়েছে। এদিকে ঘটনার পরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা জড়ো হয়ে পাথর ছুঁড়তে থাকে।

অপর এক আধিকারিকের দাবি, সম্ভবত ভুল করে গুলি চালানো হয়েছে বলে মনে হচ্ছে। এদিকে ঘটনার পরেই জম্মু-পুঞ্চ হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা।

এক সেনা আধিকারিক জানিয়েছেন, দুজনের সেনা ছাউনিতে পোর্টারের কাজ করতেন। জখম সিভিলিয়ানের অবস্থা স্থিতিশীল।

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, তিনজন রোজই ভোর সাড়ে ৫টা-৬টা নাগাদ ক্যান্টিনে যেত। এদিনও সকাল ৬টা ১৫ নাগাদ তারা আলফা গেটের দিকে যাচ্ছিলেন। সেই সময় নির্বিচারে গুলি চালানো হয়। দুজন ঘটনাস্থলে মারা যান। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এদিকে বিক্ষোভকারীরা এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। ক্ষতিপূরণের দাবিতেও সরব হয়েছেন তারা। এদিকে গুলি চালানোর সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। গোটা এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে।

নিয়ন্ত্রণ রেখার কাছে রয়েছে রাজৌরি। জম্মু থেকে দূরত্ব প্রায় ১৫০ কিমি। গোটা এলাকায় সবসময় সেনাবাহিনী মোতায়েন থাকে। তবে সেনার হোয়াইট নাইট কর্পস টুইট করে জানিয়েছে, ভোরবেলা অজ্ঞাত পরিচয় জঙ্গিরা গুলি চালিয়েছে। এর জেরে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ, সুরক্ষা বাহিনী, সাধারণ মানুষ ঘটনাস্থলে রয়েছেন।