দিন বদলাতে পারে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা হবেই, দলীয় বৈঠকে শুভেন্দু

তাঁর দেওয়া ‘ডিসেম্বর ধামাকা’-র হুঁশিয়ারি এখনো পর্যন্ত ভোঁ ভা। যার জেরে দলের কর্মীদের মনোবলেও চিড় ধরতে পারে বলে আশঙ্কা অনেকের। এমনকী, আগবাড়িয়ে ডেডলাইন দিয়ে দেওয়ায় তাঁর ওপরে দলের শীর্ষনেতৃত্বও যথেষ্ট ক্ষুব্ধ বলে দাবি নিন্দুকদের। চতুর্মুখি চাপে পড়ে তাঁর ওপর আস্থা রাখার জন্য দলীয় নেতা – কর্মীদের উদ্দেশে আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। আর সেকথা বললেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের সামনে দাঁড়িয়ে।

শুক্রবার কলকাতায় বসেছে রাজ্য বিজেপির বর্ধিত রাজ্য কমিটির অধিবেশন। সেই বৈঠকে শুভেন্দু বলেন, দিন হয়তো বদল হতে পারে। কিন্তু দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা হবেই। তাই দলীয় কর্মীরা যেন কোনও রকম দ্বিধাদ্বন্দে না ভোগেন। এদিনের বৈঠকে শুভেন্দু যখন এই কথা বলছেন তখন মঞ্চে বসে দলের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ ও রাজ্যের পর্যবেক্ষক রাজারাম।

দুর্নীতি তদন্ত মামলায় ডিসেম্বরে বড় কোনও ঘটনা ঘটবে বলে অক্টোবর থেকে দাবি করে আসছেন শুভেন্দু অধিকারী। ডিসেম্বরের শুরুতে তার দিনক্ষণও ঘোষণা করে দেন তিনি। জানান, ১২, ১৪ ও ২১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ। কিন্তু ১২ ও ১৪ ডিসেম্বর তেমন কিছুই ঘটেনি। এর পরই শুভেন্দুর দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে। এমনকী দলের অন্দরেও প্রশ্নের মুখে পড়েন বিরোধী দলনেতা।