Sports Highlights: Know Latest Updates Of Teams Players Matches And Other Highlights 16th December 2022


কলকাতা: উত্তরপ্রদেশকে হারিয়ে দুরন্তভাবে রঞ্জি অভিযান শুরু করল বাংলা দল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে চালকের আসনে ভারত। এক নজরে খেলার দুনিয়ার সব খবরগুলি।

চালকের আসনে ভারত

দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ আট উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলেছিল। তৃতীয় দিনের শুরুতে ১৫০ রানেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। বল হাতে পাঁচ উইকেট নেন কুলদীপ যাদব। তিন উইকেট নেন মহম্মদ সিরাজ। পূজারার ১০২ রান ও গিলের ১১০ রানের ইনিংসে ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে দুই উইকেটের বিনিময়ে ২৫৮ রান তোলে। বাংলাদেশের সামনে ৫১৩ রানের লক্ষ্য রাখে ভারত। তৃতীয় দিনের শেষে বাংলাদেশর স্কোর বিনা উইকেটে ৪২ রান। বাংলাদেশকে জয়ের জন্য আরও ৪৭১ রান করতে হবে।  

বাংলার জয়

গতকালই সম্ভাবনা দেখা গিয়েছিল। জয়ের জন্য শেষদিনে ১০১ রান প্রয়োজন ছিল বাংলার। হাতে ছিল ৮ উইকেট। এদিন আর মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম বেঙ্গল। গতকা ল অর্ধশতরান হাঁকিয়েছিলেন কৌশিক ঘোষ। আজ অর্ধশতরান হাঁকালেন অনুষ্টুপ মজুমদার ও অধিনায়ক মনোজ তিওয়ারিও।

ঘরের মাঠে রঞ্জিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় হয়েছিল মনোজ বাহিনীর। ১৬৯ রানে অল আউট হয়ে যায় বাংলা। দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ায় ব্যাটিং বিভাগ। গতকাল ৪৪ রানে অপরাজিত থেকে ক্রিজ ছেড়েছিলেন অনুষ্টুপ মজুমদার। এদিন ৬৯ রান করে কৌশিক ঘোষ আউট হন। অন্যদিকে অনুষ্টুপ দ্বিতীয় ইনিংসে বাংলার জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। ১০টি বাউন্ডারির সাহায্যে ৮৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন বাংলার ক্রাইসিস ম্যান। অনুষ্টুপ ফিরে গেলেও দলের জয় নিশ্চিত করে দেন অধিনায়ক মনোজ তিওয়ারি। ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৬০ রানে অপরাজিত থেকে যান তিনি। ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা।

বুস্কেতসের অবসর

জল্পনা ছিলই, সেই জল্পনাই শেষমেশ সত্যি হল। স্পেনের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তথা বিশ্বকাপ ও ইউরোজয়ী কিংবদন্তি সের্জিও বুস্কেতস (Sergio Busquets) আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। চলতি বিশ্বকাপে স্পেনের অধিনায়কত্ব করলেও দলকে কাঙ্খিত বিশ্বতাপ ট্রফি এনে দিতে পারেননি। এরপরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললন ৩৪ বছর বয়সি বুস্কেতস।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বুস্কেতস লেখেন, ‘দেশের জার্সি গায়ে মাঠা নামাটা এবং বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরোপ সেরা হওয়াটা আমার কাছে দারুণ গর্বের বিষয়। দলকে নেতৃত্ব দেওয়া এবং সাফল্য-ব্যর্থতা সবমিলিয়ে দেশের হয়ে এতগুলি ম্যাচে আমি নিজের সাধ্যমতো সবটা উজাড় করে দিয়েছি। আমরা সকলে মিলে সবসময়ই দলের জয়ের জন্য লড়াই করেছি। এই গোটা সফরে অনেক ইতিহাস তৈরি হয়েছে যা আমার স্মৃতিতে সারাজীবন রয়ে যাবে।’ নিজের পরিবার, সতীর্থ থেকে জাতীয় দলের বিভিন্ন সাপোর্ট স্টাফ, সকলকেই ধন্যবাদ জানান বুস্কেতস।

অনুশীলনে মেসি

রবিবার ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল (FIFA WC 2022 Final) খেলবে আর্জেন্তিনা ফুটবল দল (Argentina Football Team)। এই ম্যাচটিই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে বলে আগেই জানিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর দিকে স্বাভাবিকভাবেই ফাইনালে সকলের নজর থাকবে। তবে বৃহস্পতিবার মেসি অনুশীলন না করায় সমর্থকদের চিন্তা বেড়েছিল। অবশেষে স্বস্তি। শুক্রবার অনুশীলনে অংশ নিলেন লিওনেল মেসি। 

আর্জেন্তাইন ফুটবল দলের তরফে সোশ্যাল মিডিয়ায় শুক্রবার দলের অনুশীলনের ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে জুলিয়ান আলভারেজ, অ্যাঙ্খেল দি মারিয়ার পাশাপাশি লিওনেল মেসিকেও পুরোদমে অনুশীলন করতে দেখা গিয়েছে। মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ চলাকালীনই মেসিকে নিজের বাঁ-পায়ের পেশিতে বারবার হাত দিতে দেখা গিয়েছে। তাঁর পেশিতে হালকা চোট রয়েছে বলে মনে করা হচ্ছিল। প্রসঙ্গত, মেসির খেলার ওপর এই চোট অন্তত ক্রোয়েশিয়া ম্যাচে কোনওরকম প্রভাব ফেলেনি। তবে আশঙ্কা ছিলই। এবার আশঙ্কা কাটল।

আরও পড়ুন: এই তিন অলরাউন্ডারকে দলে নিতে চাইবে যে কোনও ফ্র্যাঞ্চাইজি