কালমেঘ থেকে কুলেখাড়া,ভেষজ রক্ষায় নারী বাহিনী, বড় উদ্যোগ নিচ্ছে সরকার

গাছ রক্ষায় এবার বড় উদ্যোগ বাংলার প্রান্তিক জেলা কোচবিহারে। মূলত ভেষজ গাছকে বাঁচাতেই তৈরি হয়েছে মহিলাদের নিয়ে বিশেষ টিম। নাম দেওয়া হয়েছে ভেষজ সুরক্ষা বাহিনী। তবে কোচবিহারে এই ধরনের বাহিনী তৈরি হলেও গোটা রাজ্যের বিভিন্ন জেলাতেই ধাপে ধাপে এই ধরনের বাহিনী তৈরি হবে বলে খবর। তবে শুধু ভেষজ গাছ বসানো ও তা রক্ষা করাই নয়, ভেষজ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনও করছেন তারা। মূলত কী কাজ করছে এই নারী বাহিনী?

জেলার বিভিন্ন প্রান্তে ভেষজ গাছ রোপন ও তা রক্ষার দায়িত্ব এই টিমের উপর পড়েছে। তারা একেবারে মায়ের যত্নে বড় করছেন ভেষজ গাছকে। হাসপাতালে, স্কুলে, কলেজের চত্বরে তৈরি হয়েছে এই ভেষজ উদ্যান। সেখানে ভেষজ গাছের বাগান করা হচ্ছে। আর সেই বাগান রক্ষা করার দায়িত্ব পড়েছে এই টিমের উপর।

সব মিলিয়ে এখন ২০জনকে নিয়ে তৈরি হয়েছে টিম। প্রয়োজন অনুসারে এই টিমের সদস্য় সংখ্য়া বৃদ্ধি করা হবে। বিভিন্ন জায়গা থেকে গাছ লাগানোর জন্য় বরাতও আসছে। প্রায় ৩০টি প্রজাতির গাছ তারা রোপন করছেন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ১০ হাজার অ্যালোভেরার চারা রোপনের অর্ডারও পেয়েছেন তারা। প্রকল্পের অন্য়তম উদ্য়োক্তা নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র আয়ুর্বেদ মেডিক্যাল অফিসার ডাঃ বাসবকান্তি দিন্দা। মূলত কোন কোন গাছ বসাচ্ছে এই নারী বাহিনী?

কালমেঘ, ব্রাহ্মী, সজনে, আমলকি, অর্জুন, কুলেখাড়া, তুলসি সহ বিভিন্ন ভেষজ গাছগুলিকে রক্ষায় এগিয়ে এসেছে এই বাহিনী। কোন রোগের ক্ষেত্রে কোন ভেষজ খেতে হবে সেব্যাপারে সচেতনও করছেন বাহিনীর সদস্যরা। গ্রামের পথে অবহেলায় অযত্নে জন্মানো ভেষজকে বাঁচিয়ে রাখা কতটা জরুরী সেটাও জানিয়ে দিচ্ছেন তাঁরা।