Pet in a wedding ceremony: পোষ্যকে নিয়েই বিয়েবাড়িতে! ভরা আসরে তার কীর্তি দেখে সকলে অবাক

পোষ্যকে নিয়ে সারাদিনই নানারকম খেলাধুলো চলতে থাকে। অবসর সময়ে এরাই প্রধান সঙ্গী হয়ে ওঠে। তবে খেলা ছাড়াও এদের সুবিধা অসুবিধার দিকেও নজর রাখতে হয়। পোষ্যরা নিজে মুখে তাদের সমস্যার কথা বলতে পারে না। তাই অভিভাবককেই ভালোমন্দের খেয়াল রাখতে হয়। রাতের প্রহরী হিসেবে আদরের কুকুরটির বেশ সুখ্যাতি আছে। তাই পোষ্য থাকলে অনেক দিক থেকেই নিশ্চিন্ত থাকা যায়।

তবে মাঝে মাঝে কিছু সমস্যাও তৈরি হয়। পোষ্য়কে নিয়ে অনেকেই কোথাও ঘুরতে যেতে পারেন না। কোনও অনুষ্ঠানে যেতে হলে পোষ্যের জন্য কাউকে না কাউকে বাড়িতে থাকতে হয়। ছোট্ট সঙ্গীর কখন কী প্রয়োজন পড়ে আগে থেকে বলা যায় না। আদুরে পোষ্যকে একা রেখে অনেকে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন না। তবে কেউ কেউ পোষ্যকে নিয়েই বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তে ভালোবাসেন। নিজের ইচ্ছায় নিরিবিলি কোথাও ঘুরতে গেলে এই স্বাধীনতাটুকু থাকেই। তবে, সামাজিক অনুষ্ঠানে? বিয়ে, অন্নপ্রাশন বা পুজোর মতো সামাজিক অনুষ্ঠানে যেতে হলে আদরের পোষ্য কুকুর বা বিড়লটিকে নিয়ে যাওয়া সম্ভব কি? অনেকেই বলতে পারেন , তা তো সম্ভব নয়। লোকে কী বলবে! কিন্তু এমন কাজটাই সম্প্রতি করে দেখালেন এক পরিবার।

বিয়েবাড়ির নিমন্ত্রণে ডাক পড়েছিল পরিবারের সবার। এমন অবস্থায় বিয়ে বাড়ি যেতে হলে আদরের পোষ্যকেই বাড়িতে একা ফেলে যেতে হয়। বাড়ির সবাই যাবে, সে একা থাকবে! এমনটা ভাবলেই মন কেমন করে। তাই পোষ্যকে নিয়েই সবাই হাজির হলেন বিয়েবাড়িতে।

সম্প্রতি টুইটারে পোস্ট করা একটি ভিডিয়োতে এমন দৃশ্যের সাক্ষী থাকলেন সকলে। ভিডিয়োটিতে দেখা যায়, ছোট্ট আদুরে সঙ্গীকে নিয়েই বিয়ের আসরে ঢুকছেন এক দম্পতি। তাকে দেখে ভয় পেয়েছেন এমন কাউকে দেখাই গেল না ভিডিয়োতে। বরং অনেককেই শুঁকে শুঁকে আদর করল পোষ্য। আবার, কিছুটা ফাঁকা জায়গা পেয়ে একটু খেলেও নিল। কমবয়সি থেকে বয়স্করা অনেকে এগিয়ে এসে হাত বুলিয়ে দিল তার মাথায়। আবার, বর কনের সঙ্গে বেশ জাঁক করে ছবিও তোলা হল। তাহলে কী সত্যির খুব চিন্তার বিষয় ঘুরতে যাওয়া। ভিডিয়ো দেখে কিন্তু একেবারেই তেমন মনেে হবে না। বরং পরেরবার আপনারও একই ইচ্ছে হবে।