নবান্নে শেষ পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক, সম্ভাবনা নেই শাহ – মমতা বৈঠকের

নবান্নে শেষ হল পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। শনিবার দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত বৈঠক চলে বলে জানা গিয়েছে। বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর মধ্যাহ্নভোজ সেরে দমদম বিমানবন্দরে যাবেন বলে জানা গিয়েছে। ফলে শাহ – মমতা একান্ত বৈঠকের কোনও সম্ভাবনা আজ নেই।

এদিনের বৈঠকের নির্ধারিত সময় ছিল বেলা ১টা পর্যন্ত। তার পরেও ৪০ মিনিট চলে বৈঠক। বৈঠকের অনেকটা জুড়ে ছিল পশ্চিমবঙ্গ। এদিন কেন্দ্রের তরফে চোরাচালান রোধে রাজ্যকে আরও তৎপর হওয়ার অনুরোধ জানানো হয়। সঙ্গে বাংলাদেশ সীমান্তে বেশ কিছু জায়গায় বেড়া দেওয়ার জন্য রাজ্যকে জমি দিতে অনুরোধ করেছে কেন্দ্র।

রাজ্যের তরফে বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের সহযোগিতা চাওয়া হয়। প্রতি বছর ডিভিসির ছাড়া জলে ভেসে যায় বাঁকুড়া, হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের একাংশ। রাজ্যের তরফে দাবি জানানো হয়, জল ছাড়ার আগে রাজ্যকে যেন জানায় ডিভিসি। সঙ্গে জল ছাড়ার গোটা ব্যবস্থা আরও সুপরিকল্পিত করা দরকার বলে দাবি জানায় তারা। 

সঙ্গে রাজ্য জানিয়েছে, বেশ কিছু ক্ষেত্রে বিএসএফের অতিসক্রিয়তার জন্য সীমান্তে নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে। অনেক ক্ষেত্রে আবার বিএসএফের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে চোরাচালান বাড়ছে।

শনিবার নবান্ন সভাঘরে এই বৈঠকে হাজির ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ছিলেন ওড়িশার ২ ক্যাবিনেট মন্ত্রী। তাঁরা নিজেদের রাজ্যের সমস্যার কথা তুলে ধরেন বৈঠকে।

এদিন বৈঠক শেষে মধ্যাহ্নভোজে বসে যান অমিত শাহ। সেখান থেকে দমদম বিমানবন্দরে যাওয়ার কথা তাঁর। বিমানে শিলং যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।