Olympics Gold Winner Abhinav Bindra In Kolkata For Promotion Of Marathon Chooses Argentina His Favourite


ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ম্যারাথন ইভেন্টের প্রচারে শহরে অভিনব বিন্দ্রা (Abhinav Bindra)। বার বার তাঁর গলায় উঠে এল শারীরিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা। ফুটবলের শহরে এসে জানালেন বিশ্বকাপ ফাইনালে (World Cup 2022) গলা ফাটাবেন আর্জেন্তিনার (Argentina) জন্যই। 

বিশ্বকাপ ফাইনালের দিন ম্যারাথন

ফুটবল-জ্বরে কাঁপছে কলকাতা। হিমেল হাওয়াতেও বিশ্বকাপ-উত্তাপ। তার মধ্যে বিশ্বকাপ ফাইনালের দিন, রবিবারই শহরে অনুষ্ঠিত হতে চলেছে এক ম্যারাথন-ইভেন্ট। তার প্রচারেই শহরে এলেন ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা। 

ছোটবেলায় ফুটবল ছিল ধ্যান-জ্ঞান। শেষ পর্যন্ত ভালবেসে ফেললেন শ্যুটিংকেই। তার হাত ধরেই আকাশছোঁওয়া সাফল্য। অলিম্পিক্সে সোনাজয়। শ্যুটিংয়েও কিন্তু কার্ডিও-ভাস্কুলার ট্রেনিংয়ের যথেষ্ঠ প্রয়োজন রয়েছে, বলছেন বিন্দ্রা।

খেলার ধরণ আলাদা

অভিনব বিন্দ্রা বলেছেন, ‘আমার খেলাটায় তেমন নড়াচড়া করার প্রয়োজন পড়ে না। অনেকেই বলেন শ্যুটিংয়ে মানসিক শক্তির বেশি প্রয়োজন। কিন্তু শ্যুটিংয়ের মত খেলায় কার্ডিও  ভাস্কুলার  ফিটনেসের প্রয়োজন আছে। শ্যুটার যখন চাপে থাকে, কিংবা যখন অলিম্পিক্সের ফাইনালে পারফর্ম করে, তখন সোজা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। হৃদস্পন্দন বেড়ে হয় মিনিটে ১১৮ বিট। শ্যুটারের যদি কার্ডিও-ভাস্কুলার ট্রেনিং নেওয়া থাকে, তাহলে 
ওই পরিস্থিতিতে সে নিজেকে শান্ত করতে পারে।’

আর, ফুটবল-পাগলের শহরে এসে কী বলছেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন? কে হতে চলেছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন? অভিনবের উত্তর একটাই – আর্জেন্তিনা। 

আরও পড়ুন- মাঠে লাঙল চষলেন, চাষীদের বাড়িতে ঢুকে ধান ঝাড়লেন, জনসংযোগ তৃণমূল নেতার, নাটক কটাক্ষ বিজেপি

ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ খেতাব জেতার শেষ ল্যাপে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা (Argentina)। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে রবিবার বিশ্বজয়ের লড়াই লিওনেল মেসিদের (Lionel Messi)। কিলিয়ান এমবাপেদের (Kylian Mbappé) বিরুদ্ধে এলএমটেনদের লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে সকলে।                                                                                                                                                                                     

২০১৪ সালের জার্মানির বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গোল হজম করে আর্জেন্তিনার (Argentina football Team) বিশ্বজয়ের (FIFA WC 2022) স্বপ্নপূরণ হয়নি। তবে নিজের শেষ বিশ্বকাপে অধরা খেতাব জয়ের হাতছানি রয়েছে লিওনেল মেসির (Lionel Messi) সামনে। রবিবার, ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হচ্ছে লা আলবিসেলেস্তে।