KMC: এবার অননলাইনেই মিলবে KMC-র টেন্ডার পাশের যাবতীয় তথ্য, দেশে প্রথম দাবি মেয়রের

ট্রেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা। এবার থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই সে সংক্রান্ত যাবতীয় তথ্য পুরসভার ওয়েবসাইটে একটি নির্দিষ্ট বিভাগে তুলে দেওয়া থাকবে। এর ফলে যে কেউ ওই নির্দিষ্ট বিভাগে দিয়ে দেখে নিতে পারবেন কোন টেন্ডার কে পেল। কাজ পুরসভার কোন বিভাগ কাজটি করছে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে জানান মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি, দেশের মধ্যে এই প্রথম কোনও পুরসভা স্বচ্ছতা আনতে টেন্ডারের সংক্রান্ত যাবতীয় তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে তুলে দেওয়ার কাজ শুরু করল।

এই নির্দিষ্ট বিভাগটির নাম দেওয়া হয়েছে, প্রকিওরমেন্ট ডিজিট্যাল লাইব্রেরি (পিডিএল)। কলকাতা পুরসভার ওয়েবসাইটে গিয়ে পিডিএল বিভাগ খুজলেই সেখানে টেন্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

মেয়র ফিরহাদ হাকিম জানান, পুরসভার কমিশনার বিনোদকুমারের তত্ত্ববোধনে এই টেন্ডার ডিজিটালাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে টেন্ডারের ওয়ার্ক অর্ডার, টেন্ডার নথি বিশ্বের যে কোনও প্রান্তে বসে মানুষ দেখতে পাবেন। মেয়র কথায়,’এর আগে কোন বিভাগ কোন কাজ করছে তা নিয়ে কেএমডি ও কেএমসির মধ্যে বিভ্রান্তি তৈরি হতো। এখন আর বিভ্রান্তি হবে না। কারণ ওয়েবসাইট খুলে জানতে পারে যাবে কে কোন কাজটি করছে।’

মেয়র বলেন,’আমাদের লক্ষ্য কোনও কাজের মানুষকে যাতে আর পুরসভা না আসতে হয়। বাড়িতে বসেই তাঁরা যাতে সমস্ত পরিষেবা পেতে পারেন। কর্পোরেশনে শুধু পুরকর্মীরা আসবেন, কাজ করবে।’