দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা

বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। ডি মারিয়াকে বক্সের ভেতরে ফাউল করেন ডেম্বেলে। গোল করতে ভুল করেননি মেসি। কাতার বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল। ম্যাচের ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া।

ম্যাচের শুরুতে আক্রমণে জোর দেয় আর্জেন্টিনা। প্রথম দিকে রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত থাকে ফ্রান্স।  ৫ মিনিটে ম্যাচের প্রথম শট ম্যাকঅ্যালিস্টারে। শট যায় সরাসরি ফরাসি গোলকিপারের হাতে।

১০ মিনিটে একটা সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। দূর থেকে শট নিয়েছিলেন ডি পল। প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে কর্নার।

আক্রমণাত্মক খেলে যাচ্ছিল আর্জেন্টিনা। খেলার ১৫ মিনিট পর্যন্ত এমবাপের একটি আক্রমণ বাদে আর কোনও মুভমেন্ট দেখা যায়নি তাদের।

১৭ মিনিট সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। দুরন্ত সুযোগ পেয়েছিলেন ডি মারিয়া। কিন্তু তার ডান পায়ের শট বারের অনেক উপর দিয়ে বেরিয়ে যায়।

২০ মিনিটে ডে বক্সের সামান্য বাইরে ফ্রিকিক পায় ফ্রান্স। গ্রিজম্যানের ফ্রিকিকে জিরুদের হেড বাইরে যায়।

ম্যাচের ২২ মিনিটে বক্সের মধ্যে ফেলে দেওয়া হয় ডি মারিয়াকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারিভ। পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। হুগো লরিস ঝাঁপালেন ডান দিকে। মেসি পেনাল্টি মারলেন তার বাঁ দিকে।

এবারের বিশ্বকাপে ষষ্ঠ গোল লিও মেসির। গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে গেলেন আর্জেন্টিনা অধিনায়ক।