পুলিশকে তুলে আছাড় মারার হুমকি দিলেন বেচারাম মান্না

এবার পুলিশকে তুলে আছাড় মারার হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। রবিবার হুগলির চণ্ডীতলার জয়কৃষ্ণপুর গ্রামে গিয়ে একথা বলেন তিনি। রাজ্যের মন্ত্রীর মুখে এই কথায় উপস্থিত জনতার মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

রবিবার জয়কৃষ্ণপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সাব ওয়ে তৈরির দাবিতে সভায় যোগ দেন বেচারাম। ওই সড়কের হরিপাল থেকে ডানকুনি পর্যন্ত ১১ জায়গায় দীর্ঘদিন ধরে সাবওয়ে তৈরির দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সেই কথা না শুনে জাতীয় সড়ক চওড়া করতে ব্যস্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ওদিকে এলাকাবাসীরা স্পষ্ট জানিয়েছেন, সাব ওয়ের জন্য প্রস্তাবিত জায়গায় রাস্তা চওড়া করার কাজ করতে দেবেন না তাঁরা।

রবিবারের সভার পর গ্রামবাসীদের সঙ্গে আলোচনার সময় বেচারাম তাঁদের বলেন, ‘যেখানে রাস্তার কাজ করছে করুক। তাতে বাধা দেওয়া যাবে না। রাস্তা অবরোধও করা যাবে না। কিন্তু সাব ওয়ের জন্য প্রস্তাবিত ১০০ মিটার জায়গায় রাস্তার কাজ করতে এলে তাকে ধরে বেশ করে পিটিয়ে দেবে। বাকিটা আমি বুঝে নেব।’ তখন এক গ্রামবাসী বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাউকে মারধর করলে পুলিশ ব্যবস্থা নিতে পারে।

একথা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন বেচারাম। তিনি বলেন, ‘কাজ বন্ধ করতে গেলে পুলিশ যদি ঝামেলা করে আমি পুলিশকে ধরে আছাড় মারব। এখানেই মারব।’

মন্ত্রীর মুখে পুলিশের উদ্দেশে এই ধরণের হুমকি শুনে উপস্থিত জনতার মধ্যে চাঞ্চল্য ছড়ায়। বেচারামের মন্তব্যের প্রতিক্রিয়ায় স্থানীয় এক বিজেপি নেতা জানিয়েছেন, ‘এতেই বোঝা যায় পুলিশকে নিজেদের চাকর বারক মনে করে তৃণমূল। এর আগে পুলিশকে হুমকি দিয়ে দলের ভিতরে পুরষ্কৃত হয়েছেন অনুব্রত মণ্ডলসহ একাধিক নেতা মন্ত্রী। ফলে অন্যরা তো সেই পথে হাঁটবেনই।’