Kylian Mbappe: সোশ্যালে মাত্র দু'শব্দে বুক ভাঙার যন্ত্রণা বোঝালেন 'সোনার' ছেলে এমবাপে!

Kylian Mbappe: কিলিয়ান এমবাপে! ট্র্যাজিক নায়ক হয়ে গেলেন। ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার রেকর্ড করলেন। ১৯৬৬ সালে জিওফ জার্মানির বিরুদ্ধে এই অনন্য নজির গড়েছিলেন। সব নিংড়ে দিয়েও শেষরক্ষা করতে পারলেন না এমবাপে।