Malda: সিপিএমের সভায় গেলে মিলবে না আবাস যোজনার ঘর, হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সিপিএমের সভায় যোগ দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এমনই অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। পুরো ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল নেতারা এভাবে বাম কর্মী সমর্থকদের হুমকি দিয়েছে বলে অভিযোগ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

দুদিন ধরে হরিশ্চন্দ্রপুরে চলছে বামেদের কর্মশালা। আজ সোমবার এই কর্মশালার শেষ দিন। হরিশ্চন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের পাশের ময়দানে ছিল এই কর্মসূচি। শেষ দিনে সেখানে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব যোগ দেন। তার আগে কর্মশালায় যোগ না দেওয়ার জন্য বাম কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সিপিআইএমের কর্মসূচিতে গেলে মিলবে না আবাস যোজনার ঘর। এভাবেই নাকি হুমকি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সুলতান নগর এলাকার সাইরা গ্রামে বিক্ষোভ করেন বাম কর্মী সমর্থকরা।

সিপিআইএম নেতা-কর্মীদের অভিযোগ, বামেদের কর্মসূচি বিফল করতে এই ধরনের হুমকি দিচ্ছে তৃণমূল। সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস বলেন, ‘তৃণমূলের দুর্নীতি আরও প্রকাশ্যে চলে আসবে। তাই ভয় পেয়ে এই ধরনের আচরণ করছে তারা।’ যদিও শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে মানুষের ঢল দেখা গিয়েছে বলে তাঁর দাবি। অন্যদিকে, তৃণমূলের মালদা জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, কর্মসূচি ফ্লপ হবে বুঝতে পেরে গেছে সিপিআইএম। তাই তারা মিথ্যে কথা বলছে।