Medical College: নিজেরাই ভোট করাবেন, জানিয়ে ১২ দিন পর অনশন তুলে নিলেন মেডিক্যালের পড়ুয়ারা

ভোটের দাবিতে অনড় থেকে ১২ দিনের মাথায় অনশন তুলে নিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। নিজেরাই ভোট করবেন বলে জানিয়েছেন তাঁরা। তবে আদৌ সেই ভোট বৈধ হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

২২ ডিসেম্বর ছাত্র সংসদের ভোট করানোর দাবিতে অনশন শুরু করেছিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। সেই ২২ তারিখেই তাঁরা ভোট করাবেন বলে জানিয়েছেন। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ভোটের বিষয়ে তাঁদের কিছু জানা নেই। পডুয়ারা নিজের থেকে ভোট করাতে পারেন না বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। তাই ভোট আদৌ বৈধ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা থেকে গেল।

সোমবার ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে একটি মিছিল হয় কলেজ স্ট্রিট থেকে। সেই মিছিলে যোগ দেন সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেন, অম্বিকেশ মহাপাত্র-সহ ডক্টরস ফোরামের চিকিৎসকরা। মিছিলের শেষে অনশন ভাঙার কথা ঘোষণা করেন পড়ুয়ারা। বিনায়ক সেনের হাতে ফলের রস খেয়ে তাঁরা অনশন তুলে নেন।

আন্দোলনকারী পড়ুয়ারা বিনায়ক সেন, অম্বিকেশ মহাপাত্র, সুজাত ভদ্রকে ভোটে নজরদারির অনুরোধ করেছেন। ১২ দিনের এই অনশনে একাধিক পড়ুয়া অসুস্থও হয়ে পড়েন। পড়ুয়াদের দাবি আগেও মেডিক্যাল কলেজে এমন ভোট হয়েছিল।