Udayan Guha: কোচবিহারে হস্টেল উদ্বোধনে গিয়ে দলের ছাত্রনেতার প্রশ্নে বেকায়দায় উদয়ন গুহ

কোচবিহারে পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের হোস্টেল উদ্বোধন করতে গিয়ে দলেরই এক ছাত্রনেতার প্রশ্নে বেকায়দায় পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সরকারি অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীর ছবি নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন ওই তৃণমূল ছাত্র নেতা। পাশাপাশি অসম্পূর্ণ হস্টেল উদ্বোধন নিয়েও প্রশ্ন করেন ওই ছাত্র নেতা।

বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি উত্তম ঘোষ প্রশ্ন তোলেন, সরকারি অনুষ্ঠান হচ্ছে অথচ সেই অনুষ্ঠানের ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি নেই কেন? পর পাশাপাশি তাঁর অভিযোগ অসম্পূর্ণ হস্টেল উদ্বোধন করছেন মন্ত্রী। সংবাদমাধ্যমের সামনে ওই ছাত্র নেতা উদয়ন গুহ চুপ থাকতে বলেন। কিন্তু উত্তম বলতে থাকেন, ‘হঠাৎ করে অন্য দল থেকে আসিনি। দল পরিবর্তন করিনি। প্রথম থেকে তৃণমূল ছাত্র পরিষদটা করি। তৃণমূল আবেগ। ভবিষ্যতেও এটাই করব।’ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পাল্টা প্রতিক্রিয়া,’ওর কোনও কাজ নেই তাই এই সব বলছে। নয়তো ওকে নেতা বলে কেউ চিনছিল না। সাংবাদিকদের সামনে নিজেকে নেতা প্রমাণ করার জন্য এ সব বলছে। যখন কাজের চাপ পড়বে, খাওয়াদাওয়া ভুলতে হবে, তখন এ সব বলবে না।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ।

এই ঘটনা শুনে বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন,’হাঁটু ভেঙে দেওয়া, গোঁফ উপড়ে দেওয়া–এ সব থেকে বেরোতে পারছেন না। নিজের দলের কর্মীর উপরও ওঁর কোনও নিয়ন্ত্রণ নেই।’