আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের অগ্রগতি প্রমাণ করতে প্রস্তুত উ. কোরিয়া

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে (কেসিএনএ) এ কথা জানান কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং।

বিবৃতিতে বলা হয়েছে, স্বাভাবিক গতিপথে আইসিবিএমের অগ্রগতি দেখতে চায় উত্তর কোরিয়া।

আজ পর্যন্ত উৎপেক্ষণ হওয়া বেশিরভাগই উত্তর কোরিয়া ও জাপানের জলসীমায় পড়েছে। কিম ইয়ো জং বলেন, গত কয়েক বছর ধরে তথাকথিত বিশেষজ্ঞরা দাবি করে আসছেন, আমাদের আইসিবিএম চালানোর অনুমতি নেই।

গত নভেম্বরে উত্তর কোরিয়া দাবি করেছিল, তারা একটি নতুন ধরনের আইসিবিএম পরীক্ষা চালিয়েছে। সেটি হওসং-১৭। যা যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে দেশটির সরকারকে বার বার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ কোরিয়া এবং জাপান। এ বিষয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছর রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

সূত্র: সিএনএন