গাড়ি থামিয়ে অবৈধভাবে গরু পরিবহণ রুখলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল

বেআইনিভাবে গরু পরিবহণ রুখলেন আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দুপুরে কলকাতার পথে বর্ধমানের বেচারহাটে একটি গরুবোঝাই গাড়িকে আটকান তিনি। জীবিত প্রাণী পরিবহণের কোনও বৈধ নথি দেখাতে পারেননি গাড়ির চালক বা আরোহীরা। এর পর গাড়ির ৩ আরোহীকে আটক করে পুলিশ। আটক করা হয় ৯টি গরু। বিধায়কের দাবি, রাস্তায় ৮০০ – ৯০০ টাকা নিয়ে পাচারে মদত দিচ্ছে পুলিশ।

মঙ্গলবার ২ নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোল থেকে কলকাতা আসছিলেন অগ্নিমিত্রা। বেচারহাটে তাঁর কনভয়কে ওভারটেক করে একটি গরুবোঝাই গাড়ি। সঙ্গে সঙ্গে গাড়িটিকে থামান তিনি। গাড়িতে ছিলেন চালকসহ ৩ জন। তাদের কাছে গরুর কাগজ দেখতে চান। কিন্তু তারা কোনও নথি দেখাতে পারেননি।

অগ্নিমিত্রা জানান, গরু পাচার হচ্ছে বুঝে বর্ধমানের আইসিকে ফোন করি। কিন্তু তিনি ফোন ধরেননি। এর পর এলাকায় জড়ো হতে থাকেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে আসে পুলিশ। গাড়িসহ গরু ও আরোহীদের আটক করে তারা।

অগ্নিমিত্রা বলেন, গাড়ির আরোহীরা জানিয়েছেন, পুরুলিয়া থেকে বর্ধমানের কুসুমগ্রামে নিয়ে যাচ্ছিল গরুগুলি। গরুগুলিকে অমানবিন নির্যাতন করে নিয়ে যাওয়া হচ্ছিল। কয়েকটি গরুর পায়ে চোট লেগেছে। পুলিশ রাস্তায় ৮০০ – ৯০০ টাকা করে নিয়ে এদের ছেড়ে দেয়। এরা পুলিশ না, তৃণমূলের ক্যাডার।

তৃণমূলের মুখপাত্র দেবু টুডু এই ঘটনাতেও উত্তর প্রদেশ টেনে এনেছেন। তিনি বলেন, ‘উত্তর প্রদেশ থেকে এখানে গরু ঢোকে। উত্তর প্রদেশের সরকার কিছু বলে না। গাড়িতে করে গরু যাচ্ছে এতে আটকানোর কী আছে? একে পাচার বলে না। সীমান্ত পেরলে তখন হয় পাচার। আর সীমান্ত রক্ষার দায়িত্ব তো BSF-এর’