‘গান্ধী পরিবারই যদি এই ভাষা পছন্দ করে…,’ বিঁধলেন স্মৃতি ইরানি

অনিরুদ্ধ ধর

এবার গান্ধী পরিবারকেই নিশানা করলেন আমেঠির বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেস নেতা অজয় রাইয়ের লটকা ঝটকা মন্তব্য, ভারতীয় জওয়ানদের সম্পর্কে রাহুল গান্ধীর পেটাই মন্তব্য, মল্লিকার্জুন খাড়গের কুকুর মন্তব্যকে ঘিরে এবার তীব্র কটাক্ষ স্মৃতি ইরানির।

তিনি জানিয়েছেন, কংগ্রেস নেতৃত্ব কেন ভাবেন যে যদি ভারতীয় সেনাদের ও নেত্রীদের তাঁরা অপমান করেন, তবে গান্ধী পরিবার খুশি হবে? গান্ধী পরিবারের উপস্থিতিতেই কিছু মন্তব্য করা হচ্ছে। যদি গান্ধী পরিবার এই ধরনের ভাষা পছন্দ করে তাহলে তাদের নেতারা কেন ক্ষমা চাইবেন?

এভাবেই তিনি বিঁধলেন গান্ধী পরিবারকে। এবার দেখে নেওয়া যাক ঠিক কী বলেছিলেন মল্লিকার্জুন খাড়গে? তিনি বলেছিলেন, উনি বাইরে সিংহের মতো কথা বলেন। কিন্তু ভেতরে ভেতরে তিনি ইঁদুর। আমরা দেশের সঙ্গে আছি। কিন্তু সরকার তথ্য় গোপন করছে। বিজেপিকে আক্রমণ করে তিনি সুর চড়ান, আপানাদের বাড়ির কুকুরটাও কি দেশের জন্য প্রাণ দিয়েছে? তাও আপনারা দেশভক্ত বলে দাবি করেন।

অন্যদিকে কংগ্রেস নেতা অজয় রাই স্মৃতি ইরানিকে ঘিরে নানা মন্তব্য করেছিলেন। তা নিয়ে আগেই সুর চড়িয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। অজয় রায় জানিয়েছিলেন, স্মৃতি ইরানি শুধুমাত্র(আমেঠিতে) আসেন আর লাটকা, ঝটকা দেখান। আর চলে যান।

এনিয়ে স্মৃতি ইরানি আগেই পালটা আক্রমণ করেছিলেন কংগ্রেসকে। তিনি জানিয়েছিলেন, ‘আপনার (রাহুল গান্ধী) আঞ্চলিক এক নেতার থেকে খুব খারাপ ভাষায় জানতে পারলাম যে ২০২৪ সালে আমেঠি থেকে ফের নির্বাচনে লড়তে চলেছেন আপনি। তাহলে কি আমি ধরে নিতে পারি যে আপনি নিশ্চিত ভাবেই আমেঠি থেকেই লড়বেন এবং অন্য কোনও আসনে পালিয়ে যাবেন না? আপনি ভয় পাবেন না? পুনঃশ্চ, আপনি এবং আপনার মাম্মিজির উচিত এই নারীবিদ্বেষী গুন্ডার জন্য নতুন স্পিচরাইটার নিয়োগ করা।’