রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে কেষ্ট

গরুপাচারকাণ্ডে রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। দিল্লি হাইকোর্টের নির্দেশেই সোমবার এই মামলায় রায় দিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালত। মঙ্গলবার সেই মামলা ফিরল দিল্লি হাইকোর্টেই।

গরুপাচারকাণ্ডে তাকে দিল্লি নিয়ে গিয়ে জেরার দাবিতে ইডির আবেদনকে চ্যালেঞ্জ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অনুব্রত। কিন্তু সেই আবেদন শুনতে অস্বীকার করে দিল্লি হাইকোর্ট। রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলা ফেরত পাঠান বিচারপতি। সোমবার সেই মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দেয় রাউস অ্যাভিনিউ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল অনুব্রত।

ওদিকে সোমবার দিল্লির আদালতের রায়ের পর যখন অনুব্রতকে সেখানে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে ইডি। তখনই বীরভূমের এক তৃণমূলকর্মীর দায়ের করা মামলায় অনুব্রতকে মঙ্গলবার সকালে জেলে গিয়ে গ্রেফতার করে পুলিশ। তাকে দুবরাজপুর আদালতে পেশ করা হয়। সেখানে তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আইনজ্ঞদের মতে, এর আগে এনামুল হক, সায়গল হোসেনের ক্ষেত্রে দিল্লিতে নিয়ে জেরার বিরুদ্ধে দায়ের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। ফলে হাইকোর্টে অনুব্রতর স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।