Bilkis Bano: বিলকিস গণধর্ষণ মামলায় RTI’র জবাবে একটা ফাইল দিল না সরকার, কোনটা?

বিলকিস বানো গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ১১জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। এবার তাদের মুক্তি কীসের ভিত্তিতে হয়েছিল তা নিয়ে জানতে আরটিআই করা হয়েছিল। কিন্তু সেই আরটিআইয়ের জবাবে সংশ্লিষ্ট ফাইলকে সামনে আনতে চাইল না গুজরাট সরকার।

পংক্তি যোগ নামে এক অ্যাক্টিভিস্ট এনিয়ে বিস্তারিতভাবে জানতে চেয়ে তথ্য় জানার অধিকার আইনে আবেদন করেছিলেন। যে কমিটি এই মুক্তির ব্যাপারে সুপারিশ করেছিল তাদের মিটিংয়ের আলোচনার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। স্বাধীনতার ৭৫ বছরে কীভাবে তাদের মুক্তি দেওয়া হয়েছিল তা নিয়ে জানতে চাওয়া হয়। তবে এনিয়ে কিছু জবাব দিতে চায়নি গুজরাট সরকার।

এদিকে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে সরকার আজাদি কা অমৃত মহোৎসব পালন করেছিল। তারই অঙ্গ হিসাবে ২০২২ সালের অগস্ট মাসে, ২০২৩ সালের জানুয়ারিতে ও ২০২৩ সালের অগস্ট মাসে কয়েকজন বন্দিকে মুক্তি দেয়। জানিয়েছেন আরটিআই অ্যাক্টিভিস্ট।

তিনি জানিয়েছেন, ২০২২ সালের ২০ অগস্ট আরটিআই করা হয়েছিল। নভেম্বরে আংশিক উত্তর আসে।জবাবে বলা হয়েছিল ১৩মে ২০২২ এর সরকারি আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।আজাদি কা অমৃত মহোৎসবের গাইডলাইন মেনেই এই মুক্তি দেওয়া হয়।

১৫ অগস্ট ২০২২ প্রথম পর্যায়ে বিলকিস বানো মামলায় সাজাপ্রাপ্ত ১১জনকে মুক্তি দেওয়া হয়। কারণ তাদের মধ্য়ে একজন মুক্তির আবেদন করেছিলেন।

পংক্তি যোগ নামে ওই অ্যাক্টিভিস্ট জানিয়েছেন, ডিপার্টমেন্ট সেই ফাইলটার ব্যাপারে বলতে চাইছে না যেটার মাধ্যমে এই নাম সিলেকশনেরা পদ্ধতিটা বোঝা যাবে। মুক্তি দেওয়ার জন্য যে প্যানেল ছিল তারা যে মন্তব্য করেছিলেন সেব্যাপারেও কিছু বলা হয়নি।

এদিকে বিলকিস বানোও এই মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। কিন্তু সেই মামলাও খারিজ হয়েছে আদালতে।