Ranji Trophy: Anustup Majumdar Once Again Comes To Bengal Aid Scores Century On Day 1 Vs Himachal Pradesh


কলকাতা: সাম্প্রতিক অতীত বারংবার মুশকিল পরিস্থিতি থেকে বাংলা ক্রিকেটের বৈতরণী পার করিয়েছেন অনুষ্টুর মজুমদার (Anustup Majumdar)। হিমাচল প্রদেশের বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় রঞ্জি ট্রফি (Ranji Trophy) ম্যাচের প্রথম দিনেও ফের একবার তিনিই বাংলার ত্রাতা হয়ে উঠলেন। হিমাচল প্রদেশের সিদ্ধার্থ শর্মার আগুনে বোলিংয়ে যখন বাকি ব্যাটাররা রান করতেই হিমশিম খেলেন, তখনই অনবদ্য শতরান করে নিজের দক্ষতা প্রমাণ করলেন অনুষ্টুপ। প্রথম দিনের শেষে বাংলার স্কোর নয় উইকেটের বিনিময়ে ৩১০ রান।

টপ অর্ডারের ব্যর্থতা

টসে হেরে হিমাচল প্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে বাংলার দল। এই ম্যাচে বাংলার সিনিয়র দলের হয়ে অভিষেক ঘটালেন রবিকান্ত সিংহ। বাংলার দুই ওপেনার অভিষেক দাস (১১) ও কৌশিক ঘোষ (৪) কেউই বড় রান করতে পারেননি। সায়ন শেখর মণ্ডল (০) ও সুদীপ কুমার ঘরামিও (৫) ব্যর্থ হন। মাত্র ৩৫ রানেই চার উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় বাংলা দল। দলকে চাপের মুখ থেকে বের করার দায়িত্ব পড়ে দলের দুই সবথেকে অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ ও অধিনায়ক মনোজ তিওয়ারির কাঁধে। তবে মনোজ মাত্র তিন রানেই সাজঘরে ফেরেন। ৪৪ রানে পড়ে বাংলার পঞ্চম উইকেট। 

এরপরেই ক্রিজে নামেন বাংলার ‘ক্রাইসিস ম্যান’ শাহবাজ আমেদ। ষষ্ঠ উইকেটে অনুষ্টুপ ও শাহবাজ মিলে শতরানের পার্টনারশিপ (১১০ রান) গড়েন। ৪৯ রানের একটি সুন্দর ইনিংস খেলে আউট হন শাহবাজ। তরুণ কিপার-ব্যাটার অভিষেক পোড়েলও (১২ রান) বেশিক্ষণ টিকতে পারেননি। গত ম্যাচে ব্যাট হাতে আক্রমণাত্মক এক ইনিংস খেলেছিলেন আকাশ দীপ, দলের জয়ে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এদিনও ফের নয় নম্বরে নেমে ব্যাট হাতে এক আগ্রাসী ইনিংস খেললেন তিনি। ৪৫ বলে ৩৪ রান করেন তিনি। ২৬০ রানে বাংলা দল নয় উইকেট হারিয়ে ফেললেও শেষ উইকেটে ইতিমধ্যেই ৫০ রান যোগ করে ফেলেছেন অনুষ্টুপ ও ঈশান।

দুরন্ত অনুষ্টুপ

অপর প্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছে, তখন অনুষ্টুপ কিন্তু নিজের কাজটা নীরবে করে যান। দিনের শেষে ১৫৯ রানে অপরাজিত রইলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ২১টি চার ও দুইটি ছক্কায়। হিমাচলের হয়ে সিদ্ধার্থ পাঁচ উইকেট নেন। দিনের খেলা শেষে নিজের ইনিংসের বিষয়ে কথা বলতে গিয়ে অনুষ্টুপ বলেন, ‘দলের হয়ে ভাল পারফর্ম করতে পেরে আমি খুশি। তবে কাজ শেষ হয়ে যায়নি। কাল সকালে আমাদের যতটা সম্ভব রান করতে হবে। ম্যাচের ফলাফল নির্ধারণে এই রানগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। পাশাপাশি আমি আকাশ দীপ ও শাহবাজেরও প্রশংসা করতে চাই। ওরা দারুণ ইনিংস খেলে আমাকে ভাল সঙ্গ দিয়েছে।’

আরও পড়ুন: চোটই হল কাল, ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত, নভদীপ