IPL 2023: Impact Player Rule Will Only Apply To Indians Unless Team Has Fewer Than Four Overseas Players Informs BCCI


মুম্বই: আসন্ন মরসুমের আইপিএলে (IPL 2023) মাঠে ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়ের নিয়ম চালু হচ্ছে। ম্যাচের নির্দিষ্ট সময়ে দুই দলই ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়দের (Impact Player) মাঠে নামাতে পারবে। এই ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়দের বিষয়ে আজই বিসিসিআইয়ের (BCCI) তরফে এক গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হল। সেই আপডেট অনুযায়ী যদি কোনও দল চার বিদেশি নিয়ে মাঠে নামে, তাহলে কেবল ভারতীয়রাই ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড় হিসাবে মাঠে নামতে পারবেন।

বোর্ডের বিবৃতি

তাহলে কি বিদেশি ক্রিকেটারদের কোনও অবস্থাতেই ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড় হিসাবে মাঠে নামানো যাবে না? অবশ্যই যাবে। তবে সেক্ষেত্রে উক্ত দলের একাদশে চার নয়, তার থেকে কম বিদেশি খেলোয়াড় থাকাটা আবশ্যক। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘কোনও দলের একাদশে চারজন বিদেশি খেলোয়াড় থাকলে একমাত্র ভারতীয়রাই ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে মাঠে নামতে পারবেন। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে নাম লেখানো চার জনের মধ্যে সেই বিদেশি খেলোয়াড়ের নাম অবশ্যই থাকতে হবে। কোনও পরিস্থিতিতেই পাঁচজন বিদেশি খেলোয়াড় একসঙ্গে মাঠে নামতে পারবেন না।’

‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়ের নিয়ম

যার বদলে ইমপ্যাক্ট খেলোয়াড় মাঠে নামবেন, সেই খেলোয়াড় ম্যাচে আর কোনও সময়ই ব্যাট বা বল করতে পারবেন না। এমনকী পরিবর্ত ফিল্ডার হিসাবেও তিনি মাঠে নামতে পারবেন না বলেই বোর্ডের তরফে জানানো হয়। ম্যাচের শুরুতে দলের অধিনায়করাই চার সম্ভাব্য ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়ের নামের তালিকা জানাবেন। এই ইমপ্যাক্ট খেলোয়াড়রা ইনিংসের শুরুতে, ওভার শেষে বা উইকেট পড়লে মাঠে নামতে পারবেন। বা ব্যাটাররা যদি ইনিংসের মাঝমথে রিটায়ার্ড হন. সেক্ষেত্রেও ইমপ্যাক্ট খেলোয়াড়রা মাঠে নামতে পারবেন। তবে ফিল্ডিং দলের হয়ে ইমপ্যাক্ট খেলোয়াড়রা উইকেট পড়ার পর মাঠে নামলেও, সেই ওভার শেষ না হওয়া পর্যন্ত বল করতে পারবেন না। 

প্রাক্তন নাইটের পরামর্শ

নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে আগামী মরসুমে খেলতে নামবে কেকেআর। কিন্তু দলে কোন কোন প্লেয়ারকে নেওয়া হতে পারে। রবিন উথাপ্পার মতে, ”আমার মনে হয় একজন ব্যাক আপ উইকেট কিপার ব্য়াটারের খোঁজ করতে পারে কেকেআর। রহমনউল্লাহ গুরবাজের ব্যাক আপ হিসেবে একজন ভারতীয় উইকেট কিপার ব্য়াটারকে দলে নিতে পারে কেকেআর। কারণ যদি পেস বোলিং বিভাগে সাউদি ও ফার্গুসন ২ জনকেই খেলায় কেকেআর। তবে এমন হতে পারে যে গুরবাজকে বেঞ্চেই বসতে হবে। কারণ বিদেশি ৪ জনের বেশি খেলানো যাবে না। আর রাসেল ও নারিনকে নাইট শিবির বসানোর কথা ভাববে না।” তিনি আরও বলেন, ”আন্দ্রে রাসেলের একজন ব্যাক আপ প্লেয়ারের দরকার কেকেআরে। কারণ রাসেলের চোট প্রবণতা রয়েছে। আর গোটা টুর্নামেন্টে প্রচুর ট্র্যাভেল করতে হবে দলকে। এই পরিস্থিতিতে রাসেলের মত প্লেয়ারের ব্য়াক আপ না থাকলে চাপ বাড়বে নাইটদেরই।” 

আরও পড়ুন: এই তিন অলরাউন্ডারকে দলে নিতে চাইবে যে কোনও ফ্র্যাঞ্চাইজি